মাশরাফি দেরির রাজা, বাজে নাচেন মিরাজ

একজন ‘লেট লতিফ’ অন্যজন বাজে নাচিয়ে। ছবি: এএফপি
একজন ‘লেট লতিফ’ অন্যজন বাজে নাচিয়ে। ছবি: এএফপি
>

আইসিসির অফিশিয়াল সাইটে গতকাল দল নিয়ে অজানা অনেক মজার কথা বলেছেন সৌম্য। সৌম্যর কথায় ফুটে উঠেছে সাকিব-তামিমদের নতুন আরেক রূপ!

ক্রিকেটাররাও মানুষ। সাধারণ মানুষের মতো তাঁদেরও কিছু অভ্যাস রয়েছে। একদম অন্দরের ব্যাপারগুলো হয়তো অনেকেই জানতে পারেন না। সেটি না-ও জানতে পারেন। কিন্তু সৌম্য আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে ফাঁস করে দিয়েছেন অনেক কিছুই।
মজার একটি ভিডিও সাক্ষাৎকারে সৌম্য জানিয়েছেন, বাংলাদেশ দলের সব সময় দেরিতে টিম বাসে ওঠেন খোদ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর মেহেদী হাসান মিরাজের নৃত্যকৌশল নাকি সবচেয়ে বাজে।
বাংলাদেশ দলের খেলোয়াড়দের একেকজনের স্বভাব একেক রকম। কেউ নিজের মধ্যে থাকতে ভালোবাসেন, কেউবা হইহুল্লোড় করে সময় কাটান। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকাও কারও কারও স্বভাব। প্রতিদিন জিমে না গেলে আবার কারও পেটের ভাত হজম হয় না।

সৌম্যর কথায় জানা গেল, দলের মধ্যে সেলফি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী সাব্বির রহমান। সবচেয়ে বাজে নাচার ‘অপবাদ’ সৌম্য দিয়েছেন মেহেদী হাসান মিরাজকে। কারাওকেতে মাইক হাতে নিয়েও সবচেয়ে বেশি হম্বিতম্বি বলে মিরাজই করেন! সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা প্যাঁকাটির মতো করে রাখেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান! দলের ইন্টারনেট-এক্সপার্ট তামিম। জিমে সবার চেয়ে একটু বেশিক্ষণ ঘাম ঝরান মুশফিকুর রহিম আর সাব্বির রহমান।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে দিয়েছেন ‘চাঞ্চল্যকর’ এক তথ্য। সৌম্যর কথায় জানা গেল, টিম বাসে সবচেয়ে দেরি করে ওঠেন অধিনায়কই! ওদিকে সাকিব আল হাসানের আবার বিমানযাত্রা নিয়ে খুঁত খুঁতে। ফ্লাইটসংক্রান্ত যেকোনো তথ্যই মিলবে বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে।