ম্যাচ হারের আগে মারামারি আফগান ক্রিকেটারদের!

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: এএফপি
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: এএফপি
>ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ম্যানচেস্টারের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন কয়েকজন আফগান ক্রিকেটার। মারপিট করে কেলেঙ্কারি বাঁধিয়েছেন সেখানে তাঁরা।

মরগান-রুট আর বেয়ারস্টোদের তাণ্ডবে কাল ওল্ড ট্রাফোর্ডে ১৫০ রানের হার জুটেছে রশিদদের কপালে। এ ম্যাচের আগে আফগানিস্তানের ক্রিকেটারেরা খেতে গিয়েছিলেন পাশের এক রেস্টুরেন্টে। সেখানে তাঁদের দেখে কিছু ভক্ত-সমর্থক সেলফি তুলতে চাইতেই মেজাজ বিগড়েছে তাঁদের। তাঁদের সঙ্গে রীতিমতো মারামারিই বাধিয়ে দিয়েছিলেন আফগান ক্রিকেটাররা!

বিবিসি জানিয়েছে, এ ঘটনা পুলিশ অবধি গড়ালেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ম্যানচেস্টার পুলিশ পুরো বিষয়টি নিয়েই তদন্ত চালাচ্ছে। ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে।

কাল দিনটিই আফগানদের ছিল না। এ বিশ্বকাপে অবশ্য এখন পর্যন্ত কোনো দিনই নিজেদের করতে পারেনি ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান। কোনো জয়ের দেখা পায়নি তারা। কাল ইংল্যান্ডের বিপক্ষে তো আফগান বোলারদের নাকের পানি চোখের পানি এক হয়েছে। ২০১৯ বিশ্বকাপে সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন লেগ স্পিনার রশিদ খান। ৩৯৮ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করেই থামতে হয়েছে আফগানদের। ইংলিশ এউইন মরগান ৭১ বলে ১৭ ছক্কা মেরে খেলেন ১৪৮ রানের ইনিংস।

ম্যাচের আগে মন–মেজাজ বিগড়ে যাওয়ার জন্যই কি আফগানদের এমন হার?