ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন বুমরা

বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরা। ছবিঃ এএফপি
বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরা। ছবিঃ এএফপি

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেবারিট হিসেবে উচ্চারিত হচ্ছে ভারতের নাম। প্রায় নিখুঁত এক দল নিয়ে বিশ্বকাপে এসেছে তারা। এই ইংল্যান্ডেই প্রথম বিশ্বকাপ জয়ের পুনরাবৃত্তি করতে তৈরি ধোনি-কোহলিরা। পাঁচ ম্যাচের চারটিতে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের ফেবারিট তকমাটাকে পোক্ত করছে।

পাঁচ ম্যাচের চার জয়ের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে বৃষ্টির কারণে এক পয়েন্ট পেয়েছে ভারত। বিশ্বকাপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত তাদের। শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যানের চোটও ভারতের জয়যাত্রায় বাধা হতে পারেনি। ব্যাটিংয়ে রোহিত-কোহলি-রাহুল, বোলিংয়ে শামি-চাহাল-কুলদীপ; দুই বিভাগেই ভারতের ক্রিকেটারদের নামগুলো প্রতিপক্ষের মনে কাঁপন ধরাতে যথেষ্ট।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, ভারতের বিশ্বকাপ যাত্রার মূল অস্ত্র এরা কেউ নন, সে সম্মানটা পাচ্ছেন যশপ্রীত বুমরা। তাঁর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভর করেই নাকি বিশ্বকাপ জয় করবে ভারত, ‘অধিনায়ক হিসেবে আপনি বুমরার মতো বোলারকেই দলে চাইবেন, যে আপনাকে সময়মতো উইকেট এনে দিতে পারবে। সে ইনিংসের শুরুতেও বল করতে পারে, মিডল ওভারে রান আটকে রাখতে পারে, আবার ডেথ ওভারেও কার্যকরী বোলিং করে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারে। তাঁর মতো বোলার ভারতকে বিশ্বকাপ ফাইনাল জেতাতে পারে।’

বুমরার বোলিংয়ের খুঁটিনাটি আরও বিশদভাবে তলে ধরতে গিয়ে ক্লার্ক বলেন, ‘বোলিংয়ে বুমরা করতে পারে না, এমন কিছু নেই। সে ফিট এবং স্বাস্থ্যবান। সে এভাবে থাকলেই ভারতের জন্য বিশ্বকাপে সাফল্য পাওয়া সহজ হবে। নতুন বলে সুইং আদায় কর নিতে পারে সে। মিডল ওভারে যখন বল দিয়ে কারিকুরি দেখানো কঠিন হয়ে যায়, তখন সে গতি দিয়ে ব্যাটসম্যানকে কাবু করে। ডেথ ওভারে ১৫০ কিলোমিটার গতির নিখুঁত ইয়র্কারগুলো খেলা ব্যাটসম্যানদের জন্য প্রায় অসম্ভব হয়ে ওঠে।’

এখন পর্যন্ত এবারের ক্রিকেট বিশ্বকাপে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে নিজেকে ভারতের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বুমরা। গত ম্যাচে ভারত যখন আফগানিস্তানের সামনে মামুলি এক লক্ষ্য দাঁড় করিয়ে অস্বস্তিতে ছিল, গুরুত্বপূর্ণ মুহূর্তে রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহীদির উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের পথে রাখেন। ৪৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে আফগানিস্তানকে শেষ ওভার অনেক বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন বুমরাই। তাই হ্যাটট্রিক করেও বুমরাকে টপকে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিতে পারেননি মোহাম্মদ শামি।

পরবর্তী ম্যাচে ২৭ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। তবে সেই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ কয়েকজনকে বিশ্রাম দিতে পারে ভারত। কোহলি-বুমরাদের তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা কম।