হ্যাটট্রিক করা শামিকে পরের ম্যাচে চান না টেন্ডুলকার!

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শামি। ছবি: রয়টার্স
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শামি। ছবি: রয়টার্স
>ক্রিস গেইলকে ঘায়েল করতে মোহাম্মদ শামির চেয়ে ভুবনেশ্বর কুমারই বেশি কার্যকরী হবেন, এমনটাই মনে করছেন শচীন টেন্ডুলকার।

বিশ্বকাপে এবার প্রথম সুযোগ পেয়েই মাত করেছেন মোহাম্মদ শামি। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন আফগানিস্তানের বিপক্ষে। অথচ সেই শামিকেই কি না পরের ম্যাচে একাদশে চাইছেন না শচীন টেন্ডুলকার!

না, কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়, বরং ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই শামিকে পরের ম্যাচের একাদশে চাইছেন না শচীন। যার ইনজুরির সুবাদে একাদশে ঢুকেছিলেন শামি, সেই ভুবনেশ্বর কুমারকেই দুজনের মধ্যে বেছে নিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’।

কাল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া ভুবনেশ্বর কুমার এরই মধ্যে ফিট হয়ে উঠেছেন। আগের ম্যাচেই হ্যাটট্রিক করা শামিই থাকবেন, না কি নিজের জায়গা ফিরে পাবেন ভুবনেশ্বর—সে ব্যাপারে কঠিন সিদ্ধান্তই নিতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে। তবে ম্যাচের আগেই এ ব্যাপারে ‘টিপস’ দিয়ে রাখলেন শচীন।

ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের বিশ্লেষণে শচীন বলেছেন, ‘ভারতের জন্য এটা দারুণ খবর যে ভুবনেশ্বর কুমার ফিট হয়ে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের জন্য ভুবনেশ্বর ও শামির মধ্যে একজনকে বেছে নিতে হলে আমি অবশ্যই ভুবনেশ্বরকেই বেছে নেব।’

কেন শামির জায়গায় ভুবনেশ্বর, সেটির ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক, ‘ওকে (ভুবনেশ্বর) বেছে নেওয়ার একমাত্র কারণ হলো, ক্রিস গেইলের বিপক্ষে দারুণ অ্যাঙ্গেলে আউটসুইঙ্গার করতে পারে। এটি খেলতে বেশ অস্বস্তিতে পড়তে হয় গেইলকে। এখনো মনে পড়ে, আমার শেষ টেস্টে ভুবনেশ্বরের বিপক্ষে কী রকম ভুগতে হয়েছিল গেইলকে।’

আগের ম্যাচেই হ্যাটট্রিক করার পর শামিকে বাদ দেওয়া সহজ নয়, এটি শচীনও মানছেন। কিন্তু দলের স্বার্থেই ভুবনেশ্বরকে ফেরানোর পক্ষপাতী তিনি, ‘আমি জানি এটা শামির জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু আমার মনে হয় এ ম্যাচের জন্য ভুবনেশ্বরকেই নেওয়া উচিত।’