কোহলি মানুষরূপী মেশিন!

বিরাট কোহলিকে ‘রান মেশিন’ বললেন ব্রায়ান লারা। ছবি: রয়টার্স
বিরাট কোহলিকে ‘রান মেশিন’ বললেন ব্রায়ান লারা। ছবি: রয়টার্স

রেকর্ড বয় নাকি রেকর্ডময়? বিরাট কোহলির নামের পাশে ঠিক কোন বিশেষণটা জুড়ে দিলে তা মানানসই হবে, তা বলা মুশকিল। কদিন আগেই এক দিনের ক্রিকেটে ছুঁয়েছেন ১১ হাজার রানের মাইলফলক। এমন এক ব্যাটসম্যানের প্রশংসায় ব্রায়ান লারাও জুতসই শব্দ খুঁজে পাচ্ছে না। তাই বলেই ফেললেন, ‘বিরাট কোহলি মানুষ না, সে একজন রানমেশিন।’

বিরাট কোহলি নাকি শচীন টেন্ডুলকার—কে সেরা ব্যাটসম্যান? প্রশ্নটা এখন করলে উত্তরে শচীন টেন্ডুলকারেরই নাম আসবে। তবে কোহলির ক্যারিয়ার শেষে উত্তরটা পাল্টে যাবে কি না, তা–ই দেখার বিষয়। ভারতীয় এই অধিনায়কের ধারাবাহিকতাই তার মূল কারণ। কোহলির মাঠে নামা মানেই এখন রানের বন্যা।

সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকায় লারা অবশ্য টেন্ডুলকারকেই এগিয়ে রাখছেন। তবে কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করতেও ভোলেননি এই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি, ‘ও যখনই মাঠে নামছে, তখনই রান করছে। কিন্তু আমার কাছে শচীন টেন্ডুলকারই সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। শচীন একটা ধারা সৃষ্টি করে গেছে। তাই আমি দুজনের সঙ্গে তুলনা করব না। কিন্তু কোহলির বিশেষ মেধা আছে। ও নতুন ক্রিকেটারদের জন্য দারুণ এক উদাহরণ।’

কোহলির এমন ধারাবাহিকতার রহস্য কী? ব্রায়ান লারা মনে করেন ফিটনেসই কোহলিকে বাড়তি সুবিধা দিচ্ছে, ‘বিরাট কোহলির মাধ্যমে আমরা ভিন্ন এক ধরনের এক ক্রিকেটারকে দেখলাম। আশি বা নব্বইয়ের দশকে এমন ক্রিকেটার দেখা যেত না। ফিটনেস তখন অবশ্যই জরুরি ছিল, কিন্তু এখন যতটা আবশ্যক হয়ে পড়েছে, ততটা ছিল না। এখন যে পরিমাণ ম্যাচ খেলা হচ্ছে, এর জন্য অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে। ও দেখিয়েছে জিমে সময় দিয়ে ফিট থাকাটাই সফলতার আসল চাবি। ও অনেকটা রানমেশিনের মতো।’