নাফীস বললেন, বড় টুর্নামেন্ট জয়ের কাছাকাছি বাংলাদেশ

সাকিব আল হাসান। স্মরণীয় এক বিশ্বকাপ কাটালেন এ অলরাউন্ডার। ছবি: প্রথম আলো
সাকিব আল হাসান। স্মরণীয় এক বিশ্বকাপ কাটালেন এ অলরাউন্ডার। ছবি: প্রথম আলো
বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট শাহরিয়ার নাফীস। বহুদিন জাতীয় দলের বাইরে থাকা এ ব্যাটসম্যান মনে করেন বড় টুর্নামেন্ট জিততে সাকিব-মোস্তাফিজের মতো ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশের

সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ড বিশ্বকাপে হয়তো তাঁকেও দেখা যেত। কী সম্ভাবনার হাতছানি দিয়ে শুরু হয়েছিল তাঁর ক্যারিয়ার! একসময় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো যাঁকে, সেই শাহরিয়ার নাফীস বহুদিন ধরেই জাতীয় দলের বাইরে। বলা যায় অতীতই হয়ে গেছেন। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলবে আর নাফীস ক্রিকেটের আশপাশে থাকবেন না, সেটি হয় কীভাবে! সংবাদমাধ্যম ক্রিকইনফোয় বিশ্বকাপজুড়েই বিশ্লেষণ করে গেছেন এ ব্যাটসম্যান। কাল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে নাফীস তাঁর বিশ্লেষণে বলেছেন, দল বড় কোনো টুর্নামেন্ট জয়ের কাছাকাছি অবস্থান করছে। প্রয়োজন শুধু আরও কয়েকজন ক্রিকেটার যাঁদের পারফরম্যান্স ধারাবাহিক।

এবার ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু কাল পাকিস্তানের কাছে হারের মধ্য দিয়ে অভিযান শেষ করতে হয়েছে টেবিলের সপ্তম স্থান নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ প্রোটিয়ারা জিতলে নেমে যেতে হবে আটে। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাকটা তাই আকাশ-পাতাল। কিন্তু প্রাপ্তি যতটুকু তার মধ্যেই আশাব্যঞ্জক কিছু বিষয় দেখছেন বাংলাদেশ দলের হয়ে ২৪ টেস্ট ও ৭৫ ওয়ানডে খেলা নাফীস। আর সবার মতোই সাকিব আল হাসানের পারফরম্যান্সে ভীষণ খুশি নাফীস, ‘সাকিবের এমন পারফরম্যান্স দেখে খুব খুশি লাগছে। সে সব সময়ই বাংলাদেশ দলের সেরা পারফরমার। কিন্তু যদি তাঁর বোলিং দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিচার করা হয় তাহলে বলব অসাধারণ।’

বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার ছয় শ-র ওপরে রান করেছেন সাকিব (৬০৬)। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্ট সেরার ট্রফিটা অনেকে সাকিবের হাতেই দেখছেন। বিশ্বকাপের এক সংস্করণে শচীন টেন্ডুলকারের গড়া সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ডেও ভাগ বসিয়েছেন সাকিব। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় এ অলরাউন্ডারের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে নাফীস বলেন, ‘ব্যাটিংয়ে আমার মনে হয় সামর্থ্যের দিক থেকে সে কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু দেখিয়েছে কিংবা নিজেই নিজের কাছে প্রমাণ করেছে আরও ভালো হতে পারে। এখন এ ফর্মটা ধরে রাখা দরকার।’

শুধু সাকিব নয় বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানও দুর্দান্ত খেলেছেন বলে মনে করেন নাফীস। বাংলাদেশের হয়ে ৮ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এ পেসার। পারফরম্যান্সের গ্রাফ ওপরে তুলতে চাইলে বাংলাদেশ দলে সাকিব-মোস্তাফিজের ক্রিকেটার আরও বেশি প্রয়োজন বলে মনে করেন এ ব্যাটসম্যান, ‘বাংলাদেশ পারফরম্যান্সে উন্নতি করতে চাইলে সাকিব ও মোস্তাফিজের মতো খেলোয়াড় প্রয়োজন। আমাদের এমন চার-পাঁচজন ক্রিকেটার দরকার যাঁরা তাদের সাহায্য করতে পারবে কিংবা তাদের মতো পারফর্ম করতে পারবে। তাহলে আমরা বড় টুর্নামেন্ট জিততে পারব।’

বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশ। সে টুর্নামেন্টে প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত কয়েক খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। নাফীসের বিশ্বাস, বড় টুর্নামেন্ট জয়ের খুব কাছাকাছি রয়েছে বাংলাদেশ, ‘আমরা এখনো বড় টুর্নামেন্ট জিতিনি। আমরা জিততে চাই এবং তার খুব কাছাকাছি রয়েছি।’