বসুন্ধরা মাঠে নামা মানেই জয়

জোড়া গোল করে আজ বসুন্ধরার জয়ে বড় অবদান রেখেছেন দানিয়েল কলিনদ্রেস। ফাইল ছবি
জোড়া গোল করে আজ বসুন্ধরার জয়ে বড় অবদান রেখেছেন দানিয়েল কলিনদ্রেস। ফাইল ছবি

বসুন্ধরা কিংস এখন মাঠে নামা মানেই জয়। তাদের বিপক্ষে ব্যতিক্রম কিছু ঘটাতে পারেনি মারুফুল হকের আরামবাগও। আজ আরামবাগকে তাদের মাঠ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা। প্রিমিয়ার লিগে এটি টানা ১৩তম জয় করপোরেট ক্লাবটির। এই জয়ে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে তারা। বড় অঘটন না ঘটলে বসুন্ধরার হাতেই লিগের শিরোপা দেখছেন অনেকে।

১৬ জুলাই নীলফামারীতে ব্রাদার্সের বিপক্ষে পরের ম্যাচেই তাদের সামনে টানা ১৪তম জয় তোলার সুযোগ। ২০ জুলাই সিলেটে শেখ রাসেলকে হারালে শিরোপার গন্ধ একেবারে নাকে এসে লাগবে। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট পাওয়া বসুন্ধরা বাকি ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেলে অভিষেকেই পেশাদার লিগে চ্যাম্পিয়ন। এখন একেকটি জয় তুলে যেন স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে তারা। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া নিকটতম প্রতিপক্ষ ঢাকা আবাহনী। শেষ ৪ ম্যাচে আকাশি-নীলেরা পয়েন্ট হারালে বসুন্ধরার ৯ পয়েন্ট নাও লাগতে পারে। সমীকরণটা তখন আরও সহজ হয়ে যাবে।

সেই লক্ষ্যে নিজেদের কাজটা করে যাচ্ছে বসুন্ধরা। গতকাল প্রবল বৃষ্টি একটু বাগড়া দিয়েছিল এই যা। তাই ৮ মিনিট পর বন্ধ হয়ে যায় বসুন্ধরা-আরামবাগ ম্যাচটি। আজ বাকি ৮২ মিনিটে দাপট নিয়েই খেলেছে বসুন্ধরা। প্রথম গোলটি পেয়েছে পেনাল্টি থেকে। আরামবাগের এক ডিফেন্ডারের হাতে লাগে বল। ৫৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়ুস। বাকি দুটি গোল দানিয়েল কলিনদ্রেসের। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার এই প্লেমেকার ৬৮ মিনিটে ২-০ করে দেন। বক্সের ভেতর থেকে কলিনদ্রেসের প্লেসিং। ৩-০ হয়েছে ৭৬ মিনিটে। দুটিই গোলেই অবদান রাখেন কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার। দ্বিতীয় গোলটিও প্রথম গোলের মতোই। বক্সের ভেতরে থেকে প্লেস করেন কলিনদ্রেস। তাঁর মতো ফুটবলার বক্সের ভেতরে বল পাওয়া মানে বিপজ্জনক। সেটা আবারও মনে করিয়ে দিলেন।

কলিনদ্রেস যদি দুই গোল করে নায়ক হন, তাহলে গোল আটকিয়ে দলের জয়ের বড় অবস্থান জিকোর। আজ এতটাই ভালো খেলেছেন যে, দল পেয়েছে নির্ভরতা। ফ্রিকিক থেকেও ভালো সেভ দিয়েছেন জিকো। গোটা মৌসুমেই জিকো আস্থা নিয়ে ছিলেন গোলবারের নিচে। সব মিলিয়ে বসুন্ধরাও তাই ছুটছে জয়ের রথে চড়ে বসে।