বাংলাদেশের ক্রিকেটারদের কণ্ঠেও ইংল্যান্ড

রুবেল, সৌম্য, সাইফউদ্দিন, মোসাদ্দেক—তাঁদের ফেবারিটও ইংলিশরা। ফাইল ছবি
রুবেল, সৌম্য, সাইফউদ্দিন, মোসাদ্দেক—তাঁদের ফেবারিটও ইংলিশরা। ফাইল ছবি
>

সেমিফাইনালের আগেই দর্শক হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। নজরটা কিন্তু তাদের ঠিকই বিশ্বকাপে। আজ ফাইনালে নিজেদের ফেবারিট দলের কথা বললেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে সেমিফাইনালের আগেই। তবে দর্শক হিসেবে বিশ্বকাপ ফাইনালে নজর ঠিকই রাখছেন বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশি ক্রিকেটাররা। এই তো কদিন আগেই দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। স্মৃতি এখনো তরতাজা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তো জিততে জিততে হারল। ইংল্যান্ডের বিপক্ষেও লড়াই করেছেন মাশরাফিরা। ক্রিকেটারদের আড্ডায় দুই ফাইনালিস্টকে নিয়ে আড্ডার শেষ নেই। শক্তি, দুর্বলতা ও ফাইনালে জেতার সম্ভাবনা কার কেমন, এসবই তো আড্ডার মূল কথা।

গতকাল বিসিবিপাড়ায় জিনস আর টি-শার্ট পরা অবস্থায় দেখা গেল অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। আজকের ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই তাঁর মধ্যে। তাঁর পক্ষপাতিত্ব ইংল্যান্ডের দিকে। এর আগে তিনবার ফাইনাল খেলেছে ইংল্যান্ড, একবারও শিরোপা জিততে পারেনি। এবার নাহয় ইংল্যান্ডই জিতুক। ঘরের কন্ডিশনও ইংল্যান্ডের পাল্লা ভারী করবে। তাঁর কথায়, ‘ফেবারিট তো ইংল্যান্ড। ওরা তিনবার ফাইনাল খেলেও শিরোপা পায়নি। এবার মনে হয় জেতা উচিত। আর ওরা তিন বিভাগেই সমান শক্তিশালী। আর ঘরের কন্ডিশন তো, ওদের পাল্লা ভারী থাকবে।’

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। গতকাল জিমনেসিয়ামে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাঁকে। বিশ্বকাপে দুই দলের বিপক্ষেই খেলেছেন সৌম্য। আজকের ফাইনালে ব্যাটিং শক্তির কারণেই ইংল্যান্ডকে ফেবারিট মানছেন, ‘ইংল্যান্ড ডিজার্ভ করে। নিউজিল্যান্ড বিশ্বকাপে ভালো খেলে আসছে। তবে আমার মনে হয়, ইংল্যান্ড ডিজার্ভ করে। দুই দলের সঙ্গেই খেলেছি। আমি সেই হিসেবে বলছি। মূলত, ব্যাটিং পাওয়ারের দিক থেকেই ইংল্যান্ড এগিয়ে থাকবে।’

বিশ্বকাপ ক্রিকেট খেলে আসা বাংলাদেশ দলের আরেক সদস্য মোসাদ্দেক হোসেন ছুটি কাটাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে কদিন আগেই বল হাতে ৩৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচ জিতেই কিউইদের ভাগ্য বদলে যায়। একরকম ধুঁকতে ধুঁকতেই ফাইনালে পৌঁছে যাওয়ায় ভাগ্য হতে পারে কিউইদের মূল শক্তি।

মুঠোফোনে বিশ্বকাপ সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মোসাদ্দেক বলেছেন, ‘দলীয় শক্তি দেখলে নিঃসন্দেহে ইংল্যান্ড খুবই ভালো একটা দল। আর যদি ওভার অল চিন্তা করেন, তাহলে নিউজিল্যান্ডকে এবারের বিশ্বকাপে লাক ফেভার করেছে। এটা একটা বিষয়। ওদের সঙ্গে ভাগ্যটা ভালোভাবে আছে। এখন বলা যায় না কে জেতে, কে হারে। দিন শেষে দেখা যাবে।’

মোহাম্মদ সাইফউদ্দিন এবারের বিশ্বকাপজুড়ে দারুণ পারফরম্যান্স করেছেন। এখন ছুটিতে দেশের বাড়িতে আছেন। বিশ্বকাপে কে কেমন করছে, এসবে নজর আছে সাইফউদ্দিনের। তাঁর চোখে সব বিভাগেই স্বাগতিক ইংল্যান্ড ফেবারিট, তবে ক্রিকেটের অনিশ্চয়তার কারণেই নিউজিল্যান্ডকে হালকাভাবে দেখতে চান না এই বোলিং অলরাউন্ডার। তাঁর কথায়, ‘অবশ্যই ইংল্যান্ড এগিয়ে থাকবে। ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা, ওদের টিম কম্বিনেশন, ব্যাটিং লাইনআপ, বোলিং লাইনআপ—সবদিক থেকেই ইংল্যান্ডকে এগিয়ে রাখব। ক্রিকেট তো, বলা যায় না কখন কী হয়। নিউজিল্যান্ডকে কেউ ওই রকমভাবে ধরেনি, যে ফাইনাল খেলতে পারে। ক্রিকেটে যেদিন যে ভালো খেলবে, সে-ই জিতবে। তবে যদি আমার ব্যক্তিগত মতামত নেন, সে ক্ষেত্রে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখব। আর ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো।’