বাংলাদেশ নিয়ে যে ভুল করতে চান না করুণারত্নে

>
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে। ছবি: প্রথম আলো

কলম্বোয় কাল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা না থাকলেও বাংলাদেশ দলকে হালকা করে দেখার সুযোগ নেই বলে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। তবে প্রথম ম্যাচটা জিতে লাসিথ মালিঙ্গাকে ভালোভাবে বিদায় জানাতে চান লঙ্কান অধিনায়ক

সংবাদ সম্মেলনে একসময় প্রতিপক্ষ দলের অধিনায়কেরা ‘বাংলাদেশ উঠে আসছে...’ ধরনের কথা বলতেন। সেটি যে ক্রিকেটীয় ভদ্রতা, তা বুঝতে কারও সমস্যা হতো না। বেশ কয়েক বছর ধরে দৃশ্যটা পাল্টেছে। এখন অন্তত ওয়ানডেতে বাংলাদেশকে খাটো করে দেখার অবকাশ নেই। দিমুথ করুণারত্নেও সে পথে হাঁটেননি। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ দলকে হালকা করে দেখার ভুল করতে চান না শ্রীলঙ্কার এ অধিনায়ক।

লঙ্কান ক্রিকেট আপাতত লাসিথ মালিঙ্গার বিদায় রাগিণী নিয়ে ব্যস্ত। কাল সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এ সংস্করণকে বিদায় বলবেন মালিঙ্গা। আজ সংবাদ সম্মেলনে তাই মালিঙ্গার প্রসঙ্গ প্রাধান্য পেল সবার আগে। করুণারত্নে জানালেন, মালিঙ্গাকে আরও কয়েক বছর খেলার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তরুণদের সুযোগ করে দিতে চান এ পেসার। মালিঙ্গার যোগ্য বিকল্প খুঁজে পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দিহান লঙ্কান অধিনায়ক।

মালিঙ্গাকে ভালোভাবে বিদায় জানানোর সেরা উপায় হলো জয়। করুণারত্নে সে কথাই জানালেন। গোটা লঙ্কান ক্রিকেট মালিঙ্গায় বিদায় রাগিণীতে বুঁদ থাকলেও করুণারত্নের সব মনোযোগ প্রথম ম্যাচ ঘিরে। কারণ, জিততে পারলে ভালোভাবে বিদায় জানানো যাবে মালিঙ্গাকে, এমনটাই মনে করেন করুণারত্নে, ‘আমরা এটাই (জয়) ভাবছি। ম্যাচে জেতাই মূল উদ্দেশ্য। আমরা এভাবে তাঁকে বিদায় জানাতে পারি।’

কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনেরা অবসর নেওয়ার পর থেকেই ক্রান্তিকাল পার করছে শ্রীলঙ্কান ক্রিকেট—এ কথা শুনতে শুনতে এখন ‘ক্লিশে’ হওয়ার অবস্থা। তবে কথাটা মিথ্যে নয়। লঙ্কান ক্রিকেটে সেই দিন আর নেই। টেবিলের ছয়ে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে দলটি। স্বাগতিকেরা পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়ায় অনেকের কাছে মনে হতেই পারে, এ সিরিজে বাংলাদেশ কিছুটা এগিয়ে।

কিন্তু সাকিব-মাশরাফির অনুপস্থিতি আর খেলাটা নিজেদের উঠোনে হওয়ায় করুণারত্নের এ শ্রীলঙ্কা মোটেও পিছিয়ে নেই। সংবাদ সম্মেলনে তাই সহজাত আত্মবিশ্বাস থেকেই জয় তুলে নেওয়ার কথা বলেছেন করুণারত্নে। কিন্তু বাস্তবে যে তা সহজ হবে না, সে কথাও বুঝতে পারছেন লঙ্কান অধিনায়ক। মাশরাফি-সাকিব নেই তো কী হয়েছে, সংস্করণটি ওয়ানডে আর এ সংস্করণে বাংলাদেশ কয়েক বছর ধরেই ভালো খেলছে, তাই সমীহ না করাটাই ভুল হবে—করুণারত্নের কথায় এমনটাই মনে হয়।

চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি মাশরাফি। বিশ্বকাপ শেষে সাকিব আছেন ছুটিতে। গুরুত্বপূর্ণ এ দুজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার কতটুকু সুবিধা হবে, এমন এক প্রশ্নের জবাবে করুণারত্নে বলেন, ‘মনে হয় না। বাংলাদেশ কয়েক বছর ধরে সত্যিই ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপেও তারা ভালো করেছে। কিন্তু আমি মনে করি, তাদের বদলি হিসেবে যারা এসেছে তারাও দলের হয়ে ভালো করেছে। তাই জয়ের জন্য আমরা নিজেদের সেরাটাই দিতে চাই। কোনো ম্যাচই হালকা চোখে দেখছি না।’

শ্রীলঙ্কার কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিদায়ঘণ্টা বাজছে বিশ্বকাপের পর থেকেই। গুঞ্জন চলছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে পারে শ্রীলঙ্কা। এ নিয়ে করা প্রশ্নের জবাবটা এক কথায়ই দিয়েছেন করুণারত্নে, ‘এটা হাথুরুসিংহেকে জিজ্ঞেস করাই ভালো।’

কাল কলম্বোয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ গড়াবে রোববার ও বুধবার।