বিসিবি বলছে, তাদের বাঁচবে ৫৫ কোটি টাকা

আজ বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও কয়েকজন বোর্ড পরিচালক। ছবি: বিসিবি
আজ বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও কয়েকজন বোর্ড পরিচালক। ছবি: বিসিবি

বিসিবির আজ বোর্ড সভাটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, সভার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—

* আজ সভায় অনুমোদন দেওয়া হয়েছে আগামী অর্থবছরের বাজেট। ২০১৯-২০ অর্থবছরে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৪৩.৬১ কোটি টাকা। ব্যয় ধরেছে ১৮৮ কোটি টাকা। তার মানে বিসিবি উদ্বৃত্ত থাকবে ৫৫ কোটি টাকা। বিসিবি সভাপতি বলছেন, ‘আমরা আয়ের চেয়ে ব্যয় কম করছি। এ কারণে বেশ উদ্বৃত্ত থাকবে। প্রায় ৫৫ কোটি টাকা বেঁচে যাবে।’

* আগামী বিপিএল শুরু হচ্ছে ৬ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর।

* ব্রেন টিউমারে আক্রান্ত বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেলকে ১০ লাখ টাকা দিচ্ছে বিসিবি। বার্ধক্যজনিত রোগে অসুস্থ বাংলাদেশের প্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার ব্যয়ও বহন করবে বিসিবি। বিসিবি কাবাডি ফেডারেশনকে দেবে ৩০ লাখ টাকা। নাজমুল হাসান জানালেন, কাবাডি ফেডারেশন যেন উন্নত কোচ আনতে পারে, সে উদ্দেশেই টাকাটা তারা দেবে।

* বিসিবির সাধারণ বার্ষিক সভা (এজিএম) হবে অক্টোবরে শেষ সপ্তাহে।

* প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ নারী দল গঠনের চিন্তা করছে বিসিবি।

* কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসির অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করবে বিসিবি। এখানেই একটি আন্তর্জাতিক মানের একাডেমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।