তামিমদের শেষ ম্যাচে থাকবেন দেশের প্রথম অধিনায়কও

শামিম কবির পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ছবি : শামসুল হক
শামিম কবির পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ছবি : শামসুল হক

গতকালই জীবনাবসান হয়েছে বাংলাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক শামিম কবিরের। দীর্ঘদিন ক্যানসারে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

১৯৭৭ সালে সফরকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে বিসিসিবি একাদশের অধিনায়ক হিসেবে তিনি খেলেছিলেন। সেটিই ছিল বিসিসিবি একাদশের মোড়কে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ। সে ম্যাচটি খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। কালকের ম্যাচটি তাই তামিম-মুশফিকদের জন্য অনেকটাই মান বাঁচানোর।

ম্যাচটিতে বাংলাদেশ দলের সঙ্গে সদ্য প্রয়াত দেশের প্রথম অধিনায়ক থাকবেন। তবে শ্রীলঙ্কা ম্যাচটি খেলতে নামবে নুয়ান কুলাসেকেরাকে সম্মান জানাতে। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেসার। ‘লঙ্কাওয়াশ’ শব্দটাও মাথায় আছে দিমুথ করুনারত্নের দলের।