রংপুরের 'বড় ঘোষণা'টি সাকিবই

ঢাকা ডায়নামাইটসের জার্সি এবার দেখা যাবে না সাকিবকে। প্রথম আলো ফাইল ছবি
ঢাকা ডায়নামাইটসের জার্সি এবার দেখা যাবে না সাকিবকে। প্রথম আলো ফাইল ছবি
>

বিপিএলে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান

বিপিএলে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আজ এক বিজ্ঞপ্তিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় অলরাউন্ডারকে দলে টানার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। আপাতত এক বছরের চুক্তি করেছে দুই পক্ষ। এর আগে তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসে খেলেছেন সাকিব।

আজ সকালে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বড় ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল রংপুর। তখনই আন্দাজ করা হয়েছিল, সাকিব আবার রংপুরের ডাগ আউটে ভিড়ছেন। পরে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যেকোনো একজন করে ‘আইকন’ ক্রিকেটারকে দলে নিতে পারে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল। সাকিব যোগ দেওয়ায় মাশরাফি বিন মুর্তজাকে ছাড়তে হয়েছে রংপুরকে। সাকিব ঠিক কত টাকায় রংপুর রাইডার্সে নাম লেখালেন, তা আনুষ্ঠানকিভাবে জানানো হয়নি।

২০১৫ বিপিএলে রংপুরের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। সেবার সাফল্য না পেলেও পরের মৌসুমে ঢাকায় যোগ দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান। এরপর দুই মৌসুমেই ঢাকাকে নিয়ে গেছেন ফাইনালে। ২০১৭ বিপিএলের ফাইনালে সাকিবের ঢাকাকে হারিয়ে রংপুরকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন অধিনায়ক মাশরাফি।

এবার বিপিএলের সপ্তম মৌসুম শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।