ব্যাটিংয়েও সেই বিপন্ন বাংলাদেশই

মাহমুদউল্লাহ আজ ব্যর্থ। ছবি: এএফপি
মাহমুদউল্লাহ আজ ব্যর্থ। ছবি: এএফপি

ধবলধোলাই ঠেকানো আরও কঠিন হয়ে গেল বাংলাদেশ দলের। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আবারও টপ অর্ডার ব্যর্থ। মিডল অর্ডারও কাঁপছে। ১৯.৪ ওভারের মধ্যে ৮৩ রান তুলতেই ৫ উইকেট পড়ে গেছে! এই বাংলাদেশকে উদ্ধার করবে কে?

ত্রাণকর্তা হিসেবে সৌম্য সরকার আছেন—সেটিও তো জোর দিয়ে বলা যাচ্ছে না। বাঁহাতি ওপেনার ৪৬ রানে অপরাজিত আছেন অবশ্য। দল যেখানে কাঁপছে, নিজেকে খুঁজে ফেরা সৌম্য আর কতটুকুই এগোবেন! অলৌকিক কিছু ঘটে যাওয়ার আশা করা ছাড়া এখন আর কিছু করার নেই বাংলাদেশের সমর্থকদের।

সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা মুশফিকুর রহিম আজ আউট হয়েছেন ১০ রান করে। এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া এনামুল হকের অবদান ১৪ রান। কিন্তু তামিম ইকবাল–মাহমুদউল্লাহ–মোহাম্মদ মিঠুনের হলোটা কী? সেই বিশ্বকাপ থেকে এই শ্রীলঙ্কা সিরিজ—তাঁরা বলতে পারবেন ‘এই ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে জিতিয়েছি’? ধারাবাহিক ব্যর্থ হয়ে যাচ্ছেন, তবুও টিম ম্যানেজমেন্ট তাঁদের ওপর আস্থা রেখে যাচ্ছে। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে পারছেন কোথায়?

দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা যখন ম্যাচের পর ম্যাচ এমন ঘুমিয়ে থাকেন, দলের ভাগ্যে ধবলধোলাই ছাড়া আর কী থাকতে পারে!