কোহলিকে টপকে ব্র্যাডম্যানের পেছনে স্মিথ

এজবাস্টনে কাল সেঞ্চুরির পর হেলমেটে দেশের ক্রিকেটের লোগোয় চুমু খাচ্ছেন স্মিথ। ছবি: এএফপি
এজবাস্টনে কাল সেঞ্চুরির পর হেলমেটে দেশের ক্রিকেটের লোগোয় চুমু খাচ্ছেন স্মিথ। ছবি: এএফপি
>

স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৪ সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। এজবাস্টনে কাল টেস্টের প্রথম দিনে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ অস্ট্রেলিয়ান

পার্থক্য হলো, সেটি ছিল সিরিজের শেষ টেস্ট আর এটি প্রথম টেস্ট। কিন্তু সিরিজ একই—অ্যাশেজ। ৮৯ বছর আগে এই আগস্টেই টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি পেয়েছিলেন ডন। সেই যে বেঁটেমতো লোকটা, ডন ব্র্যাডম্যান। সবচেয়ে কম ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরি তুলে নেওয়ার রেকর্ডটি এখনো তাঁর দখলে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি দুই ‘ডজন’ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৬৬তম ইনিংসে। এ রেকর্ড কেউ ভাঙতে পারবেন না, মোটামুটি মেনেই নিয়েছে ক্রিকেট বিশ্ব। তবে অ্যাশেজে কাল প্রথম টেস্টের প্রথম দিনে স্টিভ স্মিথের সেঞ্চুরি ফিরিয়ে এনেছে ব্র্যাডম্যানের স্মৃতি।

ক্রিকেটে ২৪ সেঞ্চুরি এমনিতে বেঁধে দেওয়া কোনো মানদণ্ড নয়। কাল স্মিথ টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর আলোচনায় উঠে এসেছে বিষয়টি। দ্রুততম ২৪ সেঞ্চুরি কার দখলে? আরও খোলাসা করে বললে, ব্র্যাডম্যানের পর ২৪ সেঞ্চুরিতে দ্বিতীয় দ্রুততম কে? কারণ, ব্র্যাডম্যানের ৬৬ ইনিংসের রেকর্ডকে পেছনে ফেলার সুযোগ বর্তমান ক্রিকেটে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের মধ্যে কারও নেই। হাল আমলের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দুই ডজন সেঞ্চুরির ‘রেকর্ড’টি এখন স্মিথের। ডন ব্র্যাডম্যানকে এখানে বাধ্য হয়েই ঊহ্য রাখা হচ্ছে। ডন তো একজনই হয়!

ডনকে হিসাবে আনলে ২৪ সেঞ্চুরির দৌড়ে দ্বিতীয় দ্রুততম তাঁর দেশেরই ছেলে স্মিথ। ১১৮তম ইনিংসে এসে দুই ডজন সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে দ্রুততম ২৪ সেঞ্চুরির দৌড়ে ব্র্যাডম্যানের পরে বসেছিলেন বিরাট কোহলি। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি পেয়েছিলেন ১২৩তম ইনিংসে এসে। ব্যাটিংয়ে সমসাময়িক এ প্রতিদ্বন্দ্বীকে কাল পেছনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন স্মিথ। ১২৫তম ইনিংসে এসে দুই ডজন সেঞ্চুরির দেখা পেয়েছেন শচীন টেন্ডুলকার। সুনীল গাভাস্কার একই সেঞ্চুরিসংখ্যা ছুঁয়েছেন ১২৮তম ইনিংসে।

টেস্টে সেঞ্চুরি সংখ্যায় স্মিথ এখন ভিভ রিচার্ডস, মোহাম্মদ ইউসুফ ও গ্রেগ চ্যাপেলের পাশে। টেস্টে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু ছয় অস্ট্রেলিয়ানের। ৪১ সেঞ্চুরি নিয়ে অস্ট্রেলিয়ানদের মধ্যে শীর্ষে রিকি পন্টিং। টেস্টে কোহলির সেঞ্চুরিসংখ্যা ২৫টি। স্মিথ তাঁর চেয়ে একটি সেঞ্চুরিতে পিছিয়ে।