ভারতের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলী

এখন না হলেও, একদিন ঠিকই ভারতের কোচ হতে চান সৌরভ। ছবি : এএফপি
এখন না হলেও, একদিন ঠিকই ভারতের কোচ হতে চান সৌরভ। ছবি : এএফপি
>

কোচ খুঁজছে ভারত। রবি শাস্ত্রীকেই রাখা হবে নাকি অন্য কোনো কোচের হাতে কোহলিদের দায়িত্ব দেওয়া হবে, সেটা নিশ্চিত হওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর। এর মধ্যে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, কোচ হতে রাজি আছেন তিনি। তবে এখনই নয়।

ভারতের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এখন না হলেও বোর্ড চাইলে ভবিষ্যতে কোচ হওয়ার ব্যাপারে আপত্তি নেই তাঁর।

রবি শাস্ত্রীর চাকরি ঝুলছে সুতোয়। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গিয়েছে ভারত। বিশ্বকাপ জেতার আশা করে ইংল্যান্ডে যাওয়া ভারতের কাছে এটা মোটেও সন্তোষজনক কোনো ফলাফল নয়। বিশ্বকাপের পরপরই তাই কোচের দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। বর্তমান কোচ রবি শাস্ত্রীকেও নতুন করে আবেদন করতে বলা হয়েছে। ভারতের কোচ হওয়ার জন্য আবেদন জমা পড়েছে দুই হাজারেরও বেশি। আবারও কোচ হতে চাইলে এই দুই হাজার প্রার্থীকে হারিয়েই কোচ হতে হবে শাস্ত্রীকে। এমন অবস্থায় সৌরভ গাঙ্গুলী যদি ভারতের কোচ হতে চান, তাহলে শাস্ত্রীর মাথায় চিন্তার ভাঁজ তো বাড়বেই! তবে শাস্ত্রীর জন্য স্বস্তির বিষয়, এখনই ভারতের কোচ হতে চান না সৌরভ। আরও কিছুদিন পর কোচ হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন তিনি, ‘অবশ্যই আমি ভারতের কোচ হতে আগ্রহী। তবে এখনই নয়। আরও কিছুদিন যাক, তারপর নাহয় ভারতের কোচ হওয়ার ব্যাপারে ভালোভাবে চেষ্টা করব।’

সৌরভের এখন কোচ হতে না চাওয়ার পেছনে কারণও আছে। সৌরভের যে ব্যস্ততা, চাইলেও কোচ হতে পারবেন না তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবেও ব্যস্ত সময় কাটে তাঁর। বিভিন্ন সিরিজে ধারাভাষ্যও দিয়ে বেড়ান। এ ছাড়া ভারতের একটা বেসরকারি চ্যানেলে একটা জনপ্রিয় কুইজ শো উপস্থাপনা করতে দেখা যায় তাঁকে। এসব কথা মাথায় রেখেই এখন কোচ হতে চাইছেন না সৌরভ, ‘বর্তমানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আছি। আগে এগুলো শেষ করি, দায়িত্বগুলো ঠিকমতো পালন করি। এরপর আমি অবশ্যই ভারতের কোচ হওয়ার চেষ্টা করব। কোচ হিসেবে নির্বাচিত হব কি না জানি না, তবে চেষ্টা অবশ্যই করব।’

রবি শাস্ত্রীকে যখন কোচ হিসেবে নিযুক্ত করা হয়, তখন সেই কোচ নির্বাচক কমিটির প্রধান ছিলেন সৌরভ। তবে এখন সেই দায়িত্ব দেওয়া হয়েছে কপিল দেবকে। ভারতের পরবর্তী কোচ কে হতে পারেন, এ প্রশ্নের জবাবে তাই নির্দিষ্ট করে কারওর নাম বলতে রাজি হননি সৌরভ, ‘ভারতের কোচ হওয়ার দৌড়ে যারা আছে, তার মধ্যে তো তেমন কোনো হেভিওয়েট প্রার্থীর নাম শুনলাম না। শুনেছিলাম মাহেলা জয়াবর্ধনে আবেদন করবে, কিন্তু পরে সে করেনি। আমি জানি না কে কোচ হবে। এটা প্যানেলই নির্বাচন করবে। শাস্ত্রী কোচ থাকবে কি না, সেটা আমার বলার কোনো এখতিয়ার নেই।’