মাশরাফিকে রাখা হচ্ছে না অনুশীলন ক্যাম্পে

হ্যামস্ট্রিং চোট পেয়ে শ্রীলঙ্কা সফরে যেতে না পরা মাশরাফি কতটা সেরে উঠেছেন? প্রথম আলো ফাইল ছবি
হ্যামস্ট্রিং চোট পেয়ে শ্রীলঙ্কা সফরে যেতে না পরা মাশরাফি কতটা সেরে উঠেছেন? প্রথম আলো ফাইল ছবি
মাশরাফি বিন মুর্তজার থাকার কথা ছিল ১৮ আগস্ট শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে। বিসিবির প্রধান নির্বাচক জানালেন ৩৫জনের প্রাথমিক দলে তাঁরা মাশরাফিকে রাখছেন না


ঈদের ছুটি প্রায় শেষ দিকে। দুদিন পর শুরু হচ্ছে ক্রিকেটারদের ‘ক্রিকেটীয়’ ব্যস্ততা। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। ৩৫ খেলোয়াড়কে নিয়ে শুরু হওয়া এই কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফি বিন মুর্তজাকে রাখা হচ্ছে না বলেই জানালেন বিসিবির প্রধান নির্বাচক।

টেস্ট ও টি-টোয়েন্টি খেলেন না, তিনি কন্ডিশনিং ক্যাম্পে না-ই থাকতে পারেন। কিন্তু আগে দেশের মাঠে বাংলাদেশ দলের প্রায় সব কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফি ছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে যে অনুশীলন করেছিল বাংলাদেশ, সেটিতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ছিলেন। এমনকি চট্টগ্রামে নিজেদের মধ্যে হওয়া বড় দৈর্ঘ্যের ম্যাচও খেলার কথা ছিল, শেষ পর্যন্ত অবশ্য খেলা হয়নি। এবার তাঁর কন্ডিশনিং ক্যাম্পে থাকাটা আরও বেশি দরকার ছিল, যেহেতু তিনি মাত্রই হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠেছেন। পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলনের সুযোগ করে দিতে নির্বাচকেরা তাঁকে রাখতেও চেয়েছিলেন ৩৫ জনের প্রাথমিক দলে। আরও একটি বিষয় ভাবনায় ছিল নির্বাচকদের—যদি জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে আয়োজন করা হয়, মাশরাফির প্রস্তুতি নিশ্চয়ই লাগবে।

কদিন ধরেই গুঞ্জন মাশরাফিকে ঘটা করে বিদায় জানাতে বিসিবি ত্রিদেশীয় সিরিজ শেষে একটা ওয়ানডে আয়োজন করতেও পারে। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের অবশ্য নিশ্চিত কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘ওর সঙ্গে কথা হয়নি, ঈদের ছুটি কাটিয়ে আসুক আগে।’ জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে আয়োজনের সম্ভাবনা ক্ষীণ বলেই আপাতত পরিকল্পনায় মাশরাফি নেই বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘মাশরাফি কন্ডিশনিং ক্যাম্পে থাকছে না। যেহেতু সে টেস্ট ও টি-টোয়েন্টি খেলে না। এটা ঠিক, ওর থাকার কথা ছিল। এখন ওকে আর রাখছি না। যদি ওয়ানডে সিরিজ হতো তাহলে রাখতাম। ওয়ানডে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’

হ্যামস্ট্রিং চোটে পড়ায় গত মাসে শেষ মুহূর্তে শ্রীলঙ্কা সফরে যেতে না পারা মাশরাফি অবশ্য গত তিন সপ্তাহে ঢাকায় ছিলেন না খুব একটা। নড়াইলে নিজের নির্বাচনী এলাকায় তিনি ব্যস্ত রাজনৈতিক কর্মসূচি নিয়ে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের ফিটনেসের সবশেষ খবর তাই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পক্ষে বলা কঠিন, ‘মাশরাফির সঙ্গে অনেক দিন আমাদের দেখা হচ্ছে না। মাঝে মাঝে সে ফোন করছে। পরীক্ষা করে না দেখলে ফিটনেসের অবস্থা ঠিক বোঝা যায় না। তবে সে জানিয়েছে ব্যথা কমেছে। ঈদের ছুটি শেষে এলে পরীক্ষা করে দেখা হবে।’

রোববার থেকে শুরু বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এই অনুশীলনে যোগ দেবেন ২৪ ক্রিকেটার, বাকিরা বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অনুশীলন শুরু ২৮ আগস্ট থেকে ।