কুম্বলেকে 'প্রধান নির্বাচক' হিসেবে চান শেবাগ

কুম্বলেকে প্রধান নির্বাচক হিসেবে চান বীরেন্দর শেবাগ। ফাইল ছবি
কুম্বলেকে প্রধান নির্বাচক হিসেবে চান বীরেন্দর শেবাগ। ফাইল ছবি
>ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে অনিল কুম্বলেকে দেখতে চান বীরেন্দর শেবাগ।

অনিল কুম্বলে ভারতের প্রধান নির্বাচক—এটা বীরেন্দর শেবাগের একটা স্বপ্ন। তিনি মনে প্রাণেই চান ভারতের সাবেক অধিনায়ক, কোচ ও লেগ স্পিন কিংবদন্তি কুম্বলেকে এ দায়িত্বটা দেওয়া হোক। তবে এ ব্যাপারে খানিকটা বাস্তববাদীও সাবেক ভারতীয় ব্যাটসম্যান। এ মুহূর্তে প্রধান নির্বাচক পদের যে বেতন-ভাতা, তাতে কুম্বলে এতে আগ্রহী হবেন কিনা, সে চিন্তা তাঁর থাকছেই।

এই মুহূর্তে ভারতের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন এমএসকে প্রসাদ—সাবেক উইকেটরক্ষক। দেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট। প্রসাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কুম্বলের মতো কেউ যদি প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন, তাহলে সে ধরনের কোনো প্রশ্ন উঠবে না বলেই মনে করেন শেবাগ। তিনি কুম্বলেকে কেন প্রধান নির্বাচক পদের জন্য ভাবছেন তার ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি প্রধান নির্বাচক পদের জন্য অনিল কুম্বলেকেই সঠিক প্রার্থী বলে মনে করি। সে এমন একজন ক্রিকেটার যে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলেছে। কোহলি, ধোনিদের কোচিং করিয়েছে।’

তবে কুম্বলের মতো কাউকে প্রধান নির্বাচকের পদে দেখতে চাইলে বিসিসিআইকে এ পদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে বলে মন্তব্য শেবাগের,‘এখন প্রধান নির্বাচক পদের যে বেতন, তাতে কুম্বলের মতো কেউ এটি নিতে রাজি হবে কিনা, সেটি নিয়ে সন্দেহ আছে। এই পদের বেতন বছরে এক কোটি। কুম্বলেকে নিতে চাইলে অবশ্যই বেতনের অঙ্কটা অনেক বাড়াতে হবে।’

তিনি নিজে কেন প্রধান নির্বাচকের পদ নিতে আগ্রহী নন, সেটিও বলেছেন শেবাগ, ‘স্বার্থ সংঘাত শব্দটাতেই সমস্যা। বুঝতে পারি যদি প্রধান নির্বাচক হই, তাহলে নিজের একাডেমি চালাতে পারব না। আমি বুঝতে পারি না, এমনটা কেন হবে? কেন এ ধরনের পদে থাকলে অন্য কিছু করা যাবে না। আমি ইদানীং পত্রিকায় কলাম লিখছি, ধারাভাষ্য দিচ্ছি, প্রধান নির্বাচকের পদে গেলে তো সেটা করতে পারব না।’