নেপালকে হারালেই ফাইনাল

নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ছবি: বাফুফে
নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ছবি: বাফুফে
>

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ জিতলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশের কিশোররা।

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের কিশোররা। আজ নেপালকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে তারা। হারলে বা ড্র করলেও থাকবে সম্ভাবনা। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৫-২ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ৬ পয়েন্ট পেয়েও গোল–পার্থক্যে এগিয়ে থেকে সবার ওপরে ভারত। আজ নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। নেপাল এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৫-০ গোলে, তারা পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য জিতেছে ২-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তিনে নেপাল।

এবারের টুর্নামেন্টে নেপাল কিছুটা পিছিয়ে থাকলেও বয়সভিত্তিক সাফের অতীত ইতিহাস অবশ্য নেপালেরই পক্ষে। এ পর্যন্ত চারবার নেপালের মুখোমুখি হয়ে তিনবারই হেরেছে বাংলাদেশ। জয় মাত্র এক ম্যাচে। ২০১১ সালে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। ২০১৩ সালে সেমিফাইনালে নেপাল জেতে ৫-১ গোলে। ২০১৭ সালে সেমিফাইনালে বাংলাদেশ হারে ৪-২ গোলে। শুধু গত বছর গ্রুপ পর্বে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক রাকিবুল ইসলাম পুরোনো স্মৃতি মনে করতে চায় না। নদীয়ায় দলের দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী রাকিবুল জয় দেখছে নেপালের বিপক্ষেও, ‘গত দুই ম্যাচে আমরা দাপটের সঙ্গে খেলেই জিতেছি। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। নেপালের বিপক্ষে আরও ভালো খেলতে চাই। আক্রমণাত্মক ফুটবল খেলে জিততে চাই আমরা।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ১২ গোল করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয়ে আল মিরাদ করেছে দুই গোল। শ্রীলঙ্কার বিপক্ষেও গোল পেয়েছে একটি। সে ধারাবাহিকতা নেপালের বিপক্ষেও ধরে রাখতে চায় মিরাদ, ‘আগের দুটো ম্যাচে গোল পেয়েছি। এ জন্য খুব ভালো লাগছে। জেতার জন্য অবশ্যই গোল করতে হবে। নেপালের বিপক্ষেও চেষ্টা করব গোল করতে। এখানে আমরা একটা লক্ষ্য নিয়েই এসেছি। ফাইনালে উঠব, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব।’

এবারের আসরে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ ৫টি দল। অন্য দেশগুলো আয়োজক ভারত, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্টটি। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে।