তাই বলে সীমানার দড়ি চুরি!

বার্টন টাউন ক্রিকেট ক্লাবের মাঠ। বাউন্ডারি সীমানায় দড়ি নেই। চুরি করে নিয়ে গেছে চোরের দল। ছবি: বার্টন টাউন টুইটার পেজ
বার্টন টাউন ক্রিকেট ক্লাবের মাঠ। বাউন্ডারি সীমানায় দড়ি নেই। চুরি করে নিয়ে গেছে চোরের দল। ছবি: বার্টন টাউন টুইটার পেজ
>

উত্তর লিংকনশায়ারের বার্টন টাউন ক্রিকেট ক্লাবের মাঠকর্মী আজ সকালে মাঠে গিয়ে দেখেন বাউন্ডারি সীমানায় দড়ি নেই। চুরি গেছে! ঝোপের ভেতর দিয়ে দড়ি টেনে নিয়ে গেছে চোরের দল

ক্রিকেট খেলার ভালো সরঞ্জামের প্রতি আকর্ষণ থাকে যেকোনো ক্রিকেটপ্রেমীর। সরঞ্জাম চুরি তাই ক্রিকেটে নতুন কিছু না। কিন্তু সরঞ্জামের বাইরে আরও অনেক কিছু চুরি হয় ক্লাব থেকে বা ক্লাবের মাঠ থেকে। এই ধরুন, ক্লাবের মূল্যবান জিনিসপত্র এমনকি ঘাস কাটার যন্ত্রও! ইংল্যান্ডের ইয়র্কশায়ারে ওল্ড টাউন ক্রিকেট ক্লাব থেকে গত মাসেই ঘাস কাটার যন্ত্র চুরি গেছে। তবে দেশটির উত্তর লিংকনশায়ারের বার্টন টাউন ক্রিকেট ক্লাবে যা ঘটেছে তা একই সঙ্গে যেমন মজার তেমনি চমকজাগানিয়া। গোটা মাঠের বাউন্ডারি সীমানার দড়ি চুরি গেছে!

বার্টনের মাঠ মার্শ লেন গ্রাউন্ডে আজ ব্রটনের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিকদের। কিন্তু সাত-সকালেই ক্লাবের লোকজন আবিষ্কার করেন, মাঠের বাউন্ডারি দড়ি নেই! ওটা যে চুরি হয়েছে তা বোঝা গেছে সিসিটিভির ফুটেজে। কাল ভোরের দিকে চোরের দল দড়ি লোপাট করেছে। তবে সিসিটিভির ফুটেজ দেখেও চোরদের চিহ্নিত করা যায়নি। কারণ ক্যামেরা বেশ দূরে ছিল। শুধু সাদা ভ্যানে করে চোরের দলের আসাটা বোঝা গেছে ফুটেজে। ক্লাবের যোগাযোগ ব্যবস্থাপক অলিভার মুসেট সংবাদমাধ্যমকে বলেন, ‘ফুটেজে দেখা গেছে ঝোপের নিচ দিয়ে দড়ি টেনে নিয়ে গেছে চোরের দল। অর্থাৎ তাদের মাঠে যাওয়ার দরকার হয়নি।’

দড়ি না থাকায় অগত্যা বাউন্ডারি সীমানায় পতাকা ব্যবহার করতে হয়েছে বার্টন টাউনকে। চুরি যাওয়া বাউন্ডারি দড়ির দাম ৭০০ ডলার। মুসেট বলেন, ‘এখানে এর আগেও চুরি হয়েছে। কিন্তু কখনো এমন কিছু দেখেনি। আমাদের মাঠকর্মী প্রতিদিন সকালে এসে দেখে মাঠের সব ঠিক আছে কি না। বিশেষ ম্যাচ থাকলে তো কথাই নেই। সে এটা গত ২০ বছর ধরে করে আসছে। বাউন্ডারি সীমানায় দড়ি না দেখে সে হতভম্ব হয়ে যায়। এটা দুঃস্বপ্নের মতো। নির্ধারিত সময়ের মধ্যে দড়ির ব্যবস্থা করতে না পারায় পতাকা ব্যবহার করতে হয়েছে। এটা ৩০০ মিটার দড়ি, দামটা ৭০০ ডলার। হতাশ লাগছে।’

দড়ি চুরি যাওয়ার পর চোরদের উদ্দেশ্যে টুইট করা হয় বার্টন টাউন ক্লাবের টুইটার পেজে, ‘গত রাতে যেসব অপদার্থের দল আমাদের বাউন্ডারি সীমানা দড়ি চুরি করেছে তাদের জানানো যাচ্ছে যে পুলিশে বলা হয়েছে। সামনে প্রচুর ক্রিকেট অথচ কী একখানা কাজ! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ১৬জন কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।’