'নেতা' হয়ে ফিরলেন নুরুল

>আফগানিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন নুরুল হাসান। চট্টগ্রামে দুদিনের প্রস্তুতি ম্যাচ শুরু ১ ও ২ সেপ্টেম্বর
বিসিবি একাদশের অধিনায়ক নুরুল। ছবি: প্রথম আলো
বিসিবি একাদশের অধিনায়ক নুরুল। ছবি: প্রথম আলো

নুরুল হাসানকে নির্বাচকেরা রাখেননি ৩৫জনের প্রাথমিক দলে। তবে বড় একটি উপহারই তাঁকে দেওয়া হয়েছে। কাল থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্বভার দেওয়া হয়েছে নুরুলকে।

১৪ সদস্যের বিসিবি একাদশে আছেন এনামুল হক, ফজলে রাব্বি, জুবায়ের হোসেনের মতো জাতীয় দলের বাইরে থাকা কজন ক্রিকেটার। আছেন জাতীয় দলের পাইপলাইনে থাকা কিছু খেলোয়াড়ও।

আফগানিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচটা হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের চট্টগ্রাম টেস্ট শুরু ৫ সেপ্টেম্বর।

বিসিবি একাদশ:
নুরুল হাসান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর।