বেলের জোড়া গোলেও জয় পেল না রিয়াল

ম্যাচে জোড়া গোল করেছেন বেল। ছবি: রয়টার্স
ম্যাচে জোড়া গোল করেছেন বেল। ছবি: রয়টার্স

আজকের ম্যাচে ভাগ্যদেবী বেলের দিকে মুখ তুলে তাকিয়েছে, আবার মুখ ফিরিয়ে নিতেও দেরি করেনি! বেল ম্যাচে জোড়া গোল করেছেন। শেষ মুহূর্তে দুবার হলুদ কার্ড দেখে মাঠও ছেড়েছেন। বেলের এমন দিনে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণ থেকে মরিনোর দেওয়া গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকেরা। একাম্বির শট প্রথম চেষ্টায় রুখে দেন কোর্তোয়া। কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে মরিনোও সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। এর মিনিট দু-এক আগেও অবশ্য গোলমুখে ভালো শট নিয়েছিলেন মরিনো।

শুরুতেই পিছিয়ে পড়া রিয়ালের খেলোয়াড়েরা তখন গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন। বেনজেমা-বেল কিংবা ক্যাসেমিরো-ভাসকেজদের কেউই গোলের মুখ দেখছিলেন না। প্রথমার্ধে নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে বেলের গোলে সমতায় ফেরে জিদান শিষ্যরা। কার্বাহালের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান রিয়ালের এই ওয়ালস তারকা।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় জবিচকে তুলে নিয়ে লুকা মডরিচকে নামান জিদান। খেলায় গতি বাড়াতে মডরিচের ওপর আস্থা রাখতে চেয়েছেন জিদান। মডরিচ আস্থার প্রতিদানও দিয়েছেন। মডরিচের দুর্দান্ত ক্রস থেকেই বুলেটগতির শটে বল জালে জড়ান বেল। তবে ৮৬ মিনিটে বেলের দ্বিতীয় গোলের আগেই ভিয়ারিয়ালের মোই গোমেজের গোলে গোল ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। বেল দ্বিতীয় গোল করে সমতায় ফেরান। এরপর যোগ হওয়া সময়ে পরপর দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেলকে।