অ্যাশেজ জিততে 'আয়রনম্যানে' ফিরছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ছবি: এএফপি
>

অ্যাশেজের বাকি দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলের ‘মেন্টর’ হিসেবে ফিরলেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ

হেডিংলি টেস্টে অমর এক ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন বেন স্টোকস। তিন ম্যাচ শেষে অ্যাশেজ এখন ১-১ ব্যবধানে সমতায়। ম্যানচেস্টারে কাল থেকে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। বাকি দুই টেস্টের মধ্যে একটি জিতলেই গত ১৮ বছরের মধ্যে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। সবশেষ ২০০১ সালে স্টিভ ওয়াহর নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে এ নজির গড়েছিল অস্ট্রেলিয়া। সে স্মৃতি এবার ফিরিয়ে আনতেই আবারও স্টিভ ওয়াহর শরণ নিয়েছে টিম পেইনের দল।

অ্যাশেজে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ‘মেন্টর’ ছিলেন ওয়াহ। প্রথম দুই টেস্ট শেষে তিনি ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মাঝে হেডিংলিতে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ১ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর অস্ট্রেলিয়া দলের ডাকেই রোববার রাতে ম্যানচেস্টারে ফিরেছেন ওয়াহ। সিরিজের বাকি দুটি ম্যাচে ‘মেন্টর’ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক ও অধিনায়ক। ওয়াহর ফিরে আসা নিয়ে অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘আমরা তৃতীয় তাকে থাকার অনুরোধ করেছিলাম। কিন্তু তাকে একটা কাজের জন্য ফিরে যেতে হয়। সে আসলে ফিরে গিয়ে কাজ শেষ করে পরের দিনই চলে এসেছে।’

ড্রেসিং রুমে রিকি পন্টিং ও স্টিভ ওয়াহর মতো অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বদের পাওয়াকে অগ্রাধিকারের চোখেই দেখছেন ল্যাঙ্গার, ‘পন্টিং ও ওয়াহ অসাধারণ দুজন মনোবিদ। তারা আগে এখানে (অ্যাশেজ) ছিল, সবই দেখেছে। আমরা অস্ট্রেলিয়া দলে নেতৃত্ব বিকাশের কথা বলছি, তাদের মতো ব্যক্তিত্ব থাকলে কম সময় বোধ হয় দ্রুত শেখা সম্ভব।’ তৃতীয় টেস্টে হার মেনে নিতে এখনো কষ্ট হচ্ছে ল্যাঙ্গারের। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ম্যাচ শেষে অসুস্থ লাগছিল। বুঝতে পারছিলাম না কাঁদব না হোটেলের সবকিছু ভেঙে ফেলব। এমন সুযোগ কেউ হাতছাড়া করে না। পরেরবার যেন একই ভুল না হয় তা শেখা নিশ্চিত করব আমরা।’