পার্থক্যটা দুই দলের স্পিনারে

আফগান স্পিনারদের খেলতেই পারছে না বাংলাদেশ। ছবি: প্রথম আলো
আফগান স্পিনারদের খেলতেই পারছে না বাংলাদেশ। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ভালো দিক খুঁজে বের করা খুব কঠিন কাজ। ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা বলে বোলাররাও পার পাবেন না। দুই ইনিংসেই আফগানিস্তানের ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বোলাররা। স্পিন বান্ধব উইকেটে চার মূল স্পিনার ও তিন খণ্ডকালীন স্পিনার নিয়েও আড়াই শর নিচে আটকানো যায়নি আফগানিস্তানকে। আজ সংবাদ সম্মেলনে এসে আসফার জাজাই জানিয়ে দিলেন দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে স্পিন আক্রমণ।

দুই ইনিংসেই বাংলাদেশের বোলারদের দারুণ সামলেছেন জাজাই। এই উইকেটরক্ষক প্রথমে দুই দলের ব্যাটিংয়ের পার্থক্য নিয়ে কথা বলেছেন। তাঁর ভাষায় বাংলাদেশ বাজে ব্যাটিং করেছে আর আফগানিস্তান ভালো ব্যাট করেছে। এটাই পার্থক্য দুই দলের মধ্যে। কিন্তু ভালো করার ব্যাখ্যা দিতে গিয়েই জানিয়েছেন মূল পার্থক্যের কথা, ‘আমরা ভালো ব্যাট করেছি। প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের ব্যাটিং কোচ নওরোজ মঙ্গল আমাদের নিয়ে দারুণ কাজ করেছে এবং আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। আপনারা আমাদের স্পিনারদের সম্পর্কে জানেন এবং তারা সবাই মানসম্পন্ন স্পিনার। আমার ধারণা দুই দলের মাঝে ওরাই ব্যবধান গড়ে দিয়েছে।’

দুই দলের স্পিনারদের মধ্যে মানে কতটা পার্থক্য সেটা আরও বেশ কয়েকবারই বলেছেন জাজাই। এমন উইকেতে স্বাগতিক দল নয়, আফগানিস্তানই কেন ফেবারিট সেটা বোঝাতে আরও একবার বললেন সেটা, ‘প্রথম দিন উইকেট খুব ভালো ছিল। এর পর থেকে স্পিনারদের খেলা কঠিন। বিশেষ করে আমাদের স্পিনারদের কারণ তারা মানসম্পন্ন স্পিনার। ফলে ব্যাটসম্যানদের পক্ষে এমন উইকেতে তাদের সামলানো কঠিন।’

মানসম্পন্ন স্পিনারের সুবাদেই মাত্র তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় পাওয়ার কাছাকাছি চলে গেছে আফগানিস্তান। তবে জয় পাওয়ার ব্যাপারটি এখনো ভাগ্যের ওপর নির্ভর করছে। আজ চতুর্থ দিনে বৃষ্টি বারবার বাগড়া দিয়েছে খেলায়। কালও এমন হতে পারে। জাজাই আপাতত নিজেদের কর্তব্য নিয়েই ভাবছেন। প্রকৃতির ব্যাপার ভাগ্যের কাছেই ছেড়ে দিয়েছেন, ‘বৃষ্টি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা যা পারব তার ওপরই নজর রাখছি। কাল আমাদের পাঁচ (চার) উইকেট পেতে হবে। আমি আশা করি কাল বৃষ্টি আসবে না এবং আমরা কিছু ভালো ক্রিকেট দেখব।’

বৃষ্টির মতোই ভালো ক্রিকেটের ব্যাপারটাও ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া ভালো। আফগান স্পিনারদের বিপক্ষে এখনো যে ভালো ক্রিকেট দেখাতে পারেনি বাংলাদেশ।