ছন্দে ফিরতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সৌম্য-মিরাজরা

‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলবেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি, প্রথম আলো
‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলবেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি, প্রথম আলো

আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গেছে ভারত সফরে। মুমিনুল হকের নেতৃত্বে কাল বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’।

জাতীয় দলের সেতু হিসেবে কাজ করা এই দলে থাকছেন সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেনের মতো বর্তমান সময়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। আছেন ছন্দ হারিয়ে ফেলা সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজও। ইমার্জিং দলের অধিনায়ক হিসেবে আজ ভারত সফরে যাওয়া সাইফ হোসেনকে রাখা হয়েছে এই দলে। শান্ত ও সাইফ পরে যোগ দেবেন কলম্বোয়।

শ্রীলঙ্কা সফরে থাকছেন জহুরুল ইসলাম, নুরুল হাসান, এনামুল হকের মতো জাতীয় দলে জায়গা হারিয়ে ফেলা খেলোয়াড়েরাও। থাকছেন পাইপলাইনে থাকা সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, রিশাদ হোসেনরাও।

২৩ সেপ্টেম্বর কাটুনায়েকে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর।

>

বাংলাদেশ ‘এ’ দল কাল যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। এই দলে আছেন ছন্দ হারিয়ে ফেলা সৌম্য-মিরাজ।

বাংলাদেশ ‘এ’ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান, এনামুল হক, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ‘এ’ দলের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু
২৩-২৬ সেপ্টেম্বর চার দিনের ম্যাচ কাটুনায়েকে
৩০ সেপ্টেম্বর- ০৩ অক্টোবর চার দিনের ম্যাচ গল
৭ অক্টোবর প্রথম ওয়ানডে হাম্বানটোটা
৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে হাম্বানটোটা
১২ অক্টোবর তৃতীয় ওয়ানডে কলম্বো