মোসাদ্দেককে নিয়ে অনিশ্চয়তা

অনুশীলনের শুরুতে ফুরফুরে মেজাজেই ছিলেন মোসাদ্দেক । ছবি: প্রথম আলো
অনুশীলনের শুরুতে ফুরফুরে মেজাজেই ছিলেন মোসাদ্দেক । ছবি: প্রথম আলো

সংবাদ সম্মেলন শেষে মাঠে গেলেন হাসিমুখে। অনুশীলনও শুরু করেছিলেন চনমনে চেহারায়। এরপরই দুঃসংবাদ—পায়ের পেশিতে চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

চোট নিয়ে পরে ফিল্ডিংই করতে পারেননি মোসাদ্দেক। ফিজিও জুলিয়ান কালেফাতোর সহায়তায় মাঠ ছেড়েছেন। দলীয় সূত্রে জানা গেল, চোটটা হালকা নয়। কাল তাঁর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। খেলা যেহেতু সন্ধ্যায়, টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেকের জন্য অপেক্ষা করবে ম্যাচের আগ পর্যন্ত।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যে ম্যাচটি বাংলাদেশ জিতেছে, সেটিতে দারুণ ব্যাটিং (অপরাজিত ৩০) করেছিলেন মোসাদ্দেক। জিম্বাবুয়ের বিপক্ষে আফিফের সঙ্গে সপ্তম উইকেটে গড়েছিলেন ম্যাচ জেতানো ৮২ রানের জুটি। বিপর্যস্ত বাংলাদেশ দলে যে দু-একজন একটু ছন্দে আছেন, তাঁদের একজন মোসাদ্দেককে নিয়েও এখন অনিশ্চয়তা।