'বার্সা, চ্যাম্পিয়নস লিগের জন্য পাগল হয়ো না'

জাভি চলে যাওয়ার পর আর চ্যাম্পিয়নস লিগ জেতেনি বার্সেলোনা। ছবি : এএফপি
জাভি চলে যাওয়ার পর আর চ্যাম্পিয়নস লিগ জেতেনি বার্সেলোনা। ছবি : এএফপি
>

গত কয়েক বছর ধরে শত চেষ্টা করেও চ্যাম্পিয়নস লিগ জেতা হচ্ছে না বার্সেলোনার। এর মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের টানা তিন বার চ্যাম্পিয়নস লিগ জয় কাটা ঘায়ে নুনের ছিটাই দিয়েছে শুধু। ফলে চ্যাম্পিয়নস লিগ জেতার ইচ্ছাটা ঘোরে পরিণত হয়েছে বার্সেলোনার। আর এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে দলটির জন্য, মানছেন খোদ বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ

গত চার বছরে অনেক কিছুই জিতেছে বার্সেলোনা। লিগ আর কোপা ডেল রে’ই জিতেছে তিনবার করে, সুপার কাপ জিতেছে দুইবার। শুধু চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। এ চার বছরে চ্যাম্পিয়নস লিগ তাদের জন্য সোনার হরিণ হয়ে দেখা দিয়েছে যেন। আবার এই চার বছরেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ইউরোপ সেরার মুকুট পরেছে টানা তিন বার। বার্সার জ্বলবে তো বটেই! সে জ্বালা কমানোর জন্য প্রতি মৌসুমেই পাগলের মতো চেষ্টা করে যাচ্ছে দলটি। লাভ হচ্ছে না। তা দেখে দলটির সাবেক কিংবদন্তি জাভি বলেছেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের ইচ্ছাকে ঘোরের পর্যায়ে নিয়ে গেলে লাভ হবে না কোনো।

প্রতি মৌসুমে বার্সার চ্যাম্পিয়নস লিগ জয়ের ইচ্ছা শুধু বাড়ছেই। এর মধ্যে যোগ হয়েছে গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের লজ্জাজনক বিদায়ের যন্ত্রণা। ফলে প্রতি মৌসুমেই এ ট্রফিটা জিততে আরও মরিয়া হয়ে উঠছে বার্সা। দলটি উড়িয়ে এনেছে আঁতোয়ান গ্রিজমান, ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো নতুন নতুন তারকাকে। নেইমারকে ফিরিয়ে আনার জন্যও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা। সাবেক ক্লাবের এই পাগলামো দেখে সতর্ক করেছেন জাভি। বলেছেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের ইচ্ছা ঘোরের পর্যায়ে চলে গেলে শেষমেশ কিছুই হবে না, ‘আমার মনে হয় না চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য পাগল হয়ে গেলে কোনো লাভ হবে। আর দশটা চ্যালেঞ্জ ও লক্ষ্যর মতো এটাকেও আরেকটা চ্যালেঞ্জ বা লক্ষ্য হিসেবে মনে করা উচিত। এর জন্য বিশেষ করে পাগল হয়ে গেলে শেষমেশ অর্জনের ভান্ডার শূন্যই থাকবে।’

এসব পাগলামির ফল যে ভালো হয় না, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি সেটাও জানিয়েছেন, ‘আপনি যদি কোনো কিছু জেতার জন্য ঘোরে পর্যায়ে চলে যান, পাগল হয়ে যান, দিন শেষে সেটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।’