বার্সেলোনার সামনে কঠিন সময়

প্রতিপক্ষের মাঠে খুবই হতাশাজনক সময় কাটাচ্ছে বার্সেলোনার। ছবি: রয়টার্স
প্রতিপক্ষের মাঠে খুবই হতাশাজনক সময় কাটাচ্ছে বার্সেলোনার। ছবি: রয়টার্স

সময়টা ভালো যাচ্ছে না লা লিগার পরাশক্তিদের। প্রাক মৌসুমে দুর্দান্ত অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো গুছিয়ে উঠতে পারেনি। রিয়াল মাদ্রিদের খেলা দেখে সাবেক খেলোয়াড়েরাও হতাশা লুকাচ্ছেন না। আর বার্সেলোনা তো ২৫ বছরের পুরোনো লজ্জা জাগিয়ে তুলছে। লা লিগায় প্রথম ৫ ম্যাচে দুটিতেই হেরেছে। পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। লা লিগায় প্রত্যাবর্তন করা গ্রানাডার কাছে কাল ২-০ ব্যবধানে হেরে যাওয়ার পর লুইস সুয়ারেজ তাই সমর্থকদের সতর্ক করে দিয়েছেন সামনে কঠিন সময় আসছে।

কালও আরনেস্তো ভালভার্দের দল নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। আর্তুরো ভিদাল ও আর্তুরোকে বসিয়ে রাকিতিচকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে কালও। ম্যাচে যে দুই গোল খেয়েছে বার্সেলোনা তাতে রক্ষণের ভুলই বেশি ছিল। কিন্তু তাতেও দায় এড়াতে পারবে না বার্সেলোনা। কারণ ম্যাচে এক মুহূর্তের জন্যও মনে হয়নি কাতালানদের জেতা উচিত। দ্বিতীয়ার্ধে মেসি ও বিস্ময়বালক আনসু ফাতিকে নামিয়েও খেলায় কোনো ছন্দ আনতে পারেননি ভালভার্দে।

লিগে লিগ টেবিলে আপাতত আটে আছে মেসি-সুয়ারেজরা। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলে আলাভেসও টপকে যাবে বার্সেলোনাকে। তবে মাত্র পাঁচ ম্যাচ হয়েছে, লিগে বাকি আরও ৩৩ ম্যাচ। তাই এখনই আশা ছাড়ছেন না সুয়ারেজ। তবে লিগ জিততে হলে যে কঠিন পথ পাড়ি দিতে হবে সেটা স্বীকার করে নিয়েছেন, ‘এখনো অনেক পথ বাকি। কিন্তু এমন ম্যাচই দলকে লিগ জেতায়। যদি শিরোপা জিততে চাই তবে আমাদের আরও দৃঢ় হতে হবে। আমাদের সামনে কঠিন এক বছর অপেক্ষা করছে।’

দলের এ অবস্থার দায় সব নিজের কাঁধে নিয়েছেন কোচ ভালভার্দে। সুয়ারেজ অবশ্য পুরো দলেরই দায় দেখছেন, ‘এটা চিন্তার বিষয়, এ হার। খুবই দুঃখজনক এটা। এটা এমন এক হার যেটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ উন্নতি করার মতো অনেক কিছু আছে। এত দ্রুত ম্যাচে পিছিয়ে যাওয়া ঠিক না। এটা আমাদের জন্য সবকিছু কঠিন করে দিয়েছে। বল দখলে আমরাই এগিয়ে ছিলাম কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। আমাদের ভেবে দেখতে কী হয়েছে।’

প্রতিপক্ষের মাঠে টানা সাত ম্যাচ জয়হীন বার্সেলোনা। এ মৌসুমে কিছু জিতলে চাইলে এ অবস্থার যে পরিবর্তন দরকার সেটাও মনে করিয়ে দিলেন সুয়ারেজ, ‘প্রতিপক্ষের মাঠে যেভাবে খেলছি সেটায় নজর দেওয়া দরকার। কারণ ধারহীন খেলা এবং গোলের জন্য হাপিত্যেশ করাটা খুবই চিন্তার বিষয়। আমরা বার্সেলোনা, আমাদের ম্যাচ জেতার জন্য নামতে হবে। যেভাবে শুরু করেছি, সেটা চলতে পারে না।’