'কাতারও হেরে যেতে পারে বাংলাদেশের কাছে'

এমন কর্দমাক্ত মাঠে খেলা হলে কাতারের জন্যও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
এমন কর্দমাক্ত মাঠে খেলা হলে কাতারের জন্যও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
>ভারী কর্দমাক্ত মাঠে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের কোচ পেমা মনে করেন এমন মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা হলে কাতারও হেরে যেতে পারে বাংলাদেশের কাছে। আগামী ১০ অক্টোবর ঢাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ জেমি ডে। অন্যদিকে হতাশ প্রকাশ ভুটানের কোচ পেমা। বড় হারের পেছনে কর্দমাক্ত মাঠকেই দায়ী করেছেন ভুটানিজ কোচ। এমন মাঠে খেলা হলে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচে বাংলাদেশের কাছে কাতারও হেরে যেতে পারে বলে মনে করেন তিনি।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু এত বড় ব্যবধানের জয়ের আশা হয়তো বাংলাদেশের কোন পাঁড় ফুটবল সমর্থকও করেননি। বাংলাদেশের বড় জয় বা ভুটানের বড় হারের পেছনে কর্দমাক্ত মাঠকেই দায়ী করেছেন ভুটানিজ কোচ পেমা ,‘ মাঠের অবস্থা খুব খারাপ ছিল। ছেলেরা খুবই ভালো খেলেছে। তাদের সর্বোচ্চ দিয়েছে। আমরা এ ধরনের মাঠে খেলতে অভ্যস্ত নই। মাঠ এমন থাকলে কাতারকেও হারিয়ে দিতে পারে বাংলাদেশ।’

অন্যদিকে দলের খেলায় খুশি বাংলাদেশ কোচ জেমি ডে। তবে গোল হজম করায় কিছুটা হতাশ এই ব্রিটিশ ,‘ ম্যাচের ফল নিয়ে আমি খুবই খুশি। কিন্তু গোল হজম করাই আমি কিছুটা হতাশ। কাতারের বিপক্ষে ম্যাচে এ জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ১০ অক্টোবর ঘরের মাঠে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে পরের ম্যাচ।

বাংলাদেশের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। জাতীয় দলের ‌‌‘মিস মাস্টার’ খ্যাত এই স্ট্রাইকার যেন আজ পণ করেই নেমেছিলেন দূর করবেন গোলের হতাশা। গোলের খাতা খুললেন ১২ মিনিটে হেডে। জামালের ক্রসে গোলমুখ থেকে মাথা ছুঁয়ে জালে পাঠিয়েছেন। ৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি অনেক দিন চোখ লেগে থাকার কথা। ডান প্রান্ত থেকে ইব্রাহিমের ক্রসে দুর্দান্ত সাইড ভলিতে।

স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে খুব উচ্ছ্বসিত জীবন ,‘ আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। জাতীয় দলে অনেক গোল মিস করায় আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়। আমার বিশ্বাস ছিল একবার গোল পেয়ে গেলে আর সমস্যা হবে না। আজ সেই গোলটা পেয়ে গেলাম। এখন থেকে আমি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারব।’