ঢাকার আশরাফুল বরিশালে, দল পাননি শহীদ-শরীফ

ফিটনেস টেস্টের ফল আর পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় লিগের দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকেরা। জাতীয় লিগে সাধারণত নিজেদের বিভাগের হয়েই খেলেন খেলোয়াড়েরা। দু–একজনের ক্ষেত্রে অবশ্য ব্যত্যয় ঘটে। ক্যারিয়ারের শুরু থেকে ঢাকা মহানগরের হয়ে জাতীয় লিগ খেলা মোহাম্মদ আশরাফুল যেমন এবার প্রথমবারের মতো খেলবেন বরিশালের হয়ে।

বিপ টেস্টে ৯-এর নিচে নাম্বার পাওয়ায় ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের নিয়মিত মুখ ফরহাদ হোসেনের সুযোগ মেলেনি রাজশাহী দলে। একই কারণে দল পাননি বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট খেলা মোহাম্মদ শহীদ। জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফের। ৩৩ বছর বয়সী পেসারকে ঢাকা বিভাগে না রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বললেন, “ঢাকা বিভাগে আসলে জায়গা খালি নেই। দুই পেসার সালাউদ্দীন শাকিল ও সুমন রহমান ‘এ’ দলের খেলোয়াড় ও নিয়মিত ভালো খেলছে। শাহাদাত হোসেন গত বার ভালো বোলিং করেছে। এই তিন পেসারকে সুযোগ দিতে হয়েছে। আর শরিফ যদি তুষার-রাজ্জাকের মতো ধারাবাহিকক ভালো খেলত, সেটিও না হয় কথা। অন্য কোনো বিভাগও তাঁকে চাচ্ছেও না। ’

তুষার ইমরান, সোহাগ গাজী, তৌহিদুল ইসলাম সুযোগ পেলেও ফিটনেসে ভালো করার শর্ত দেওয়া হয়েছে তাঁদের। জাতীয় লিগের শুরু থেকে খেলছেন তামিম–মুশফিক–মাহমুদউল্লাহ–মোস্তাফিজের মতো তারকারা।

কে কোন দলে:

রাজশাহী
জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজীব, শাকির হোসেন, মোহর শেখ।

খুলনা
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আবদুর রাজ্জাক, ইমরানউজ্জামান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসানউজ্জামান।

ঢাকা মহানগর
সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, আল আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মোহাম্মদ শহীদুল, আবু হায়দার, মানিক খান, ইলিয়াস সানি, আমিনুল ইসলাম।

সিলেট
ইমতিয়াজ হোসেন, জাকির হাসান, জাকের আলী, অলক কাপালি, শাহানুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ চৌধুরী, ইমরান আলী, ইবাদত হোসেন, তৌফিক খান, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান, রেজাউর রহমান।

ঢাকা
নাদিফ চৌধুরী, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, সাইফ হাসান, শাহাদাত হোসেন, জয়রাজ শেখ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, হৃদয় খান, জুবায়ের হোসেন।

রংপুর
মেহেদী মারুফ, ফারদিন হাসান, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানভীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিস রায়, সানজিৎ সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান, হামিদুল ইসলাম।

বরিশাল
কামরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, ফজলে রাব্বি, মনির হোসেন, সালমান হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, তানভীর ইসলাম, শামসুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মঈন খান, রাফসান মাহমুদ।

চট্টগ্রাম
তামিম ইকবাল, মুমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী চৌধুরী, তাসামুল হক, মাহিদুল ইসলাম, মাসুম খান, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯ দলের), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান ।