চার ঘণ্টায় ২ কোটি, চার দিনে ২০ লাখ টাকা

জাতীয় লিগে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ লাখ টাকা। ছবি: প্রথম আলো
জাতীয় লিগে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ লাখ টাকা। ছবি: প্রথম আলো

সাড়ে তিন ঘণ্টায় শেষ হয়ে যায় টি-টোয়েন্টি ম্যাচ, ওদিকে চার দিন লম্বা প্রথম শ্রেণির ক্রিকেট। অথচ টি-টোয়েন্টিতে যতটা টাকার ছড়াছড়ি থাকে, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে সেটি একটু কমই। বিপিএলে যেমন চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পায় ২ কোটি টাকা। জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলে ২০ লাখ। গত দুই বছরে যে ম্যাচ ফি ছিল এবারও সেটিই থাকছে।

দৈনিক ভাতা (ডিএ)-ভ্রমণ ভাতাতেও (টিএ) আসেনি খুব একটা পরিবর্তন। ১০ অক্টোবর থেকে শুরু ওয়ালটন ২১তম জাতীয় লিগের দুই স্তরের প্রতিটি দলকেই প্রস্তুতি ক্যাম্প করতে দেওয়া হয়েছে ৬ লাখ টাকা।

জাতীয় লিগের পারিশ্রমিক-ভাতা-পুরস্কার:

ভাতা:প্রথম স্তরের* দল (টাকা)দ্বিতীয় স্তরের* দল (টাকা)
দৈনিক (ডিএ)১৫০০১৫০০ 
ম্যাচ ফি ৩৫,০০০২৫,০০০ 
যাতায়াত ভাতা২৫০০২৫০০
প্রাইজমানি (চ্যাম্পিয়ন)২০,০০০০০৫০০০০০
প্রাইজমানি (রানার্সআপ)১০,০০০০০নেই
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট১০০০০০৫০,০০০
সর্বোচ্চ রান সংগ্রাহক৭৫,০০০৫০,০০০
সর্বোচ্চ উইকেটশিকারি৭৫,০০০৫০,০০০
উইনিং বোনাস৮০,০০০৭৫,০০০

* জাতীয় লিগে প্রথম স্তরের দল: খুলনা, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরের দল: বরিশাল, ঢাকা মেট্রো, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।