বিসিবি বলছে, টাকা নিয়ে 'ভয়' নেই ক্রিকেটারদের

বিপিএল আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছে ধীরে ধীরে । প্রথম আলো ফাইল ছবি
বিপিএল আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছে ধীরে ধীরে । প্রথম আলো ফাইল ছবি

বিপিএল নিয়ে মাঝে যে সংশয় তৈরি হয়েছিল, সেটি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ত্বরান্বিত করতে আজ বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিল আগ্রহী পৃষ্ঠপোষকদের সঙ্গে। বিসিবি কার্যালয়ে বিকেলে সভা শেষে আয়োজকেরা বিপিএলের কিছু বিষয়ে খোলাসা করলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করতে যাওয়া এবার নতুন নিয়মের বিপিএল নিয়ে অনেক কিছুই পরিষ্কার নয়। খেলোয়াড়েরা যেমন মনে করছেন, যেহেতু বিসিবিই সব দলের স্বত্বাধিকারী, অন্যবারের তুলনায় এবার তাঁরা তুলনামূলক পারিশ্রমিক কম পাবেন। কদিন আগে এক আড্ডায় জাতীয় দলের এক ব্যাটসম্যান তাঁর সতীর্থ বোলারকে রসিকতা করে বলছিলেন, ‘এবার বিপিএলে যে পারিশ্রমিক পাবি, হিসেব করলে দেখা যাবে আইপিএলের একজন টিম বয় তার চেয়ে বেশি টাকা পায়!’

আগের বিপিএলগুলোয় ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে স্থানীয় ক্রিকেটারদের বেশির ভাগই বিসিবির বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। অনেক সময় ক্রিকেটাররা নিজেরাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। ম্যাচ কিংবা শিরোপা জিতলে যোগ হয়েছে উইনিং বোনাস। এতে করে কোনো কোনো তারকা ক্রিকেটারের পারিশ্রমিক কোটিও ছাড়িয়েছে। এবার আর্থিক বিষয় বিসিবি দেখবে বলে সেটি হওয়ার সুযোগ নেই বললেই চলে। পারিশ্রমিক নিয়ে তাই চাপা উদ্বেগ আছে ক্রিকেটারদের মধ্যে।

আজ সভা শেষে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুবুল আনাম পারিশ্রমিক নিয়ে অভয় দিলেন ক্রিকেটারদের, ‘ভালো খেললে টাকা তাদের পেছনেই দৌড়াবে। আমি মনে করি না খেলোয়াড়দের এতে ভয়ের কিছু আছে। দেশের ক্রিকেট ও তাদের কথা ভেবেই (বিপিএল) করছি। পারিশ্রমিক বড় কথা নয়। সম্মানজনক তো অবশ্যই থাকবে (পারিশ্রমিক)।’

পারিশ্রমিক কেমন হবে সেটি এখনো পরিষ্কার না হলেও মাহবুব আনাম জানালেন, আয়োজনের জৌলুশ বাড়াতে যা করা দরকার সবাই তাঁরা করবেন, ‘জৌলুশের কোনো কিছুই বাদ থাকবে না। যে সম্মান নিয়ে করা উচিত, সেটিই করব।’

জৌলুশের অংশ হিসেবেই বিপিএলের জাঁকালো এক উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় বিসিবি। কিন্তু সেই টুর্নামেন্ট পূর্ব নির্ধারিত ৬ ডিসেম্বর হবে কিনা, সেটি নিয়ে এখনো জোর গলায় কিছু বলতে পারলেন না আয়োজকেরা। বরং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলের কথায় ইঙ্গিত থাকল, টুর্নামেন্ট একটু পেছাতেও পারে, ‘আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমরা যে তারিখটা বলছিলাম যে ডিসেম্বরের ৬ তারিখে, হয়তো এক সপ্তাহ পেছাতে পারি।’

মাহবুব আনাম মুহূর্তেই শেখ সোহলের বক্তব্যের একটা সংশোধনী দিলেন, ‘বিপিএলের পরেই একটি আন্তর্জাতিক সিরিজ আছে (পাকিস্তান)। ওই সিরিজটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বিপিএল করব। টুর্নামেন্ট আয়োজন করতে আমাদের যে সময় লাগে সেটা নেব।’