টি-টেনে থিসারা-রুশোদের সতীর্থ জুনায়েদ-ফরহাদরা

>
বাংলা টাইগার্সের দল। কাল অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ছবি: ক্রিকপোস্ট টুইটার পেজ
বাংলা টাইগার্সের দল। কাল অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ছবি: ক্রিকপোস্ট টুইটার পেজ
আরব আমিরাতে টি-টেন লিগে কাল অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট। ৭ দেশি ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স

আরব আমিরাতে টি-টেন লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্স। কাল অনুষ্ঠিত হলো ১০ ওভারের এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। ৮জন বিদেশি ও ৭ দেশি ক্রিকেটার নিয়ে এবার গড়া হয়েছে বাংলা টাইগার্সের দল।

বাংলাদেশের ৭ ক্রিকেটার হলেন, পেসার আবু হায়দার, ব্যাটসম্যান এনামুল হক, অলরাউন্ডার ফরহাদ রেজা, ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি, ব্যাটসম্যান ইয়াসির আলী, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও স্পিনার আরাফাত সানি। জুনায়েদ সিদ্দিকি দীর্ঘ সাত বছর রয়েছেন জাতীয় দলের বাইরে। ফরহাদ রেজাও দেশের হয়ে সবশেষ খেলেছেন পাঁচ বছর আগে। আরাফাত সানি জাতীয় দলের হয়ে খেলেছেন তিন বছর আগে। ইয়াসির আলী জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে উঠতি ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত।

৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছেন, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার, দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান রাইলি রুশো ও কলিন ইনগ্রাম। এ ছাড়াও গত বিপিএলে নজর কাড়া দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিঙ্ক, আরব আমিরাতের ব্যাটসম্যান চিরাগ সুরি, ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও আফগান লেগি কায়েস আহমেদ রয়েছেন বাংলা টাইগার্স দলে। ‘এ’ ক্যাটাগরি তালিকায় রুশোর সঙ্গে রয়েছেন ফ্রাইলিঙ্ক ও ফ্লেচার। ‘বি’ ক্যাটাগরিতে কায়েস আহমেদ ও ফকনার।

দেশি খেলোয়াড়দের মধ্যে ফরহাদ রেজা ও এনামুল হক জায়গা পেয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। নতুন করে ড্রাফট থেকে নেওয়া হয়েছে আবু হায়দার, জুনায়েদ সিদ্দিকি ও আরাফাত সানিকে। ইয়াসির আলী ও মেহেদী হাসানের ‘ইমার্জিং’ ক্যাটাগরি নিশ্চিত ছিল আগেই।

আরব আমিরাতে টি-টেন লিগের তৃতীয় সংস্করণ মাঠে গড়াবে ১৫ নভেম্বর থেকে। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথমবারের মতো থাকছে বাংলাদশি মালিকানার দল। বাংলা টাইগার্স দলের প্রধান কোচ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। বাংলাদেশের প্রথম কোচ হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে একটি দলের কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে তাঁর।