লিটনের মুখে 'মাস্ক' রোহিতের মুখে 'সমস্যা নেই'

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনে লিটন দাস। ছবি: টিওআই টুইটার পেজ
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনে লিটন দাস। ছবি: টিওআই টুইটার পেজ
দিল্লির প্রকট বায়ুদূষণের মধ্যেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কাল মাস্ক পরে অনুশীলন করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য খেলা নিয়ে কোনো সমস্যা দেখছেন না

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দিল্লির বাতাসকে ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করেছে। এই দিল্লিতেই পরশু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে প্রশ্ন উঠলেও বায়ুদূষণের মধ্যেই ম্যাচটি আয়োজনের প্রস্তুতি শেষ করে এনেছে বিসিসিআই। কাল বাংলাদেশ দলের অনুশীলনে বায়ুদূষণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টাই করলেন লিটন দাস

দীপাবলির সকাল থেকেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বাতাস ব্যবস্থাপনা ও আবহাওয়া গবেষণা (এসএএফএআর) প্রতিষ্ঠানের মতে দিল্লির বাতাসের অবস্থা ‘খুবই বাজে।’ একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এর মধ্যেই ম্যাচ সময়মতো মাঠে গড়াবে। বাংলাদেশ দল তারই প্রস্তুতি নিতে কাল অনুশীলন করেছে অরুণ জেটলি স্টেডিয়ামে। বায়ুদূষণ থেকে রক্ষা পেতে মুখে ‘মাস্ক’ পরে অনুশীলন করেছেন লিটন। বাংলাদেশ দলের আর কোনো খেলোয়াড় মাস্ক পরে অনুশীলন করেননি।

মাঠে অনুশীলনের সময় মাস্ক পরেছিলেন লিটন। তবে নেটে ব্যাটিং করেছেন মাস্ক ছাড়াই। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে লিটন বলেছেন, ‘খুব একটা ভালো বোধ করছিলাম না। তাই মাস্ক পরেছি। এ ছাড়া এমনিতে কোনো সমস্যা নেই।’ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ম্যাচ মাঠে গড়ানো নিয়ে কোনো সমস্যা দেখছেন না, ‘এই মাত্র (দিল্লিতে) পৌঁছালাম। তাই পরিস্থিতি জানি না। যত দূর জানি ম্যাচ ৩ নভেম্বর গড়াবে আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দুই বছর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় চলছিল ভারত-শ্রীলঙ্কা টেস্ট। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই লঙ্কান খেলোয়াড়েরা মুখ ঢাকেন ‘মাস্কে’। দিল্লির বায়ুদূষণ নাকি সেদিন অসহনীয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে। এমনকি পেসার সুরঙ্গা লাকমল মাঠেই বমি করে ফেলেছিলেন। পুরো ব্যাপারটি অসম্ভব বিব্রতকর অবস্থায় ঠেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। সে ম্যাচে ভারতীয় দলের কোনো সমস্যা হয়নি বলেই জানালেন রোহিত, ‘টেস্ট ম্যাচটি (শ্রীলঙ্কার বিপক্ষে) খেলার সময় আমাদের কোনো সমস্যা হয়নি।’ এরপর বর্তমান পরিস্থিতি নিয়ে রোহিত বলেন, ‘আমার কোনো সমস্যা নেই। যত দূর জানি খেলা হবে।’