বাংলাদেশ যে কাউকে হারাতে পারে: রোহিত

আজ সংবাদ সম্মেলনে কথা বলছেন রোহিত। ছবি: এএফপি
আজ সংবাদ সম্মেলনে কথা বলছেন রোহিত। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ যে ভারত জিতবে এ নিয়ে সন্দেহ খুব কম লোকেরই আছে। অনেকেই বরং ম্যাচে জয়-পরাজয়ের ব্যবধান নিয়ে ব্যস্ত। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা যশপ্রীত বুমরাদের অনুপস্থিতিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতটুকু বিপাকে ফেলেনি ভারতকে। প্রতিপক্ষের মাঠে তাই বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন না কেউই। তবে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা সে পথে হাঁটতে রাজি নন।

আগামীকালই শুরু হচ্ছে বহুকাঙ্ক্ষিত টি-টোয়েন্টি সিরিজ। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই বর্ণনা করেছেন রোহিত শর্মা। এমনকি দলের মূল দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রোহিত।

ভিন্ন দুটি কারণে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভারত সফরে নেই সাকিব ও তামিম। তাঁদের অনুপস্থিতির কথা জেনেও রোহিতের মনে হচ্ছে বাংলাদেশ লড়াই করবে সিরিজে, ‘আমি জানি ওদের স্কোয়াডে খুবই গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নেই। কিন্তু দলে ভালো মানের আরও অনেক খেলোয়াড় আছে এবং তারা যে কাউকে হারাতে পারে।’

টি-টোয়েন্টিতে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু নিকট অতীতে বেশ কয়বার তাদের বিপদে ফেলেছিল বাংলাদেশ। সে অভিজ্ঞতার কথা ভোলেননি রোহিত। এ কারণেই সাকিব-তামিমবিহীন বাংলাদেশকে নিয়েই সতর্ক তাঁরা, ‘বাংলাদেশ খুব, খুব ভালো দল। আমরা সবাই দেখেছি ওরা কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ঘরে বা প্রতিপক্ষের মাঠে ওরা খুবই শক্তিশালী দল। ওরা সব সময় আমাদের চাপে ফেলে। ওদের আমরা কখনো অন্যভাবে দেখি না।’