ভারত-বাংলাদেশ: অতীত পরিসংখ্যানে হতাশাই বেশি

টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দেশকে প্রথম জয় এনে দিতে পারবেন অধিনায়ক মাহমুদউল্লাহ? ছবি: এএফপি
টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দেশকে প্রথম জয় এনে দিতে পারবেন অধিনায়ক মাহমুদউল্লাহ? ছবি: এএফপি

দিল্লিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আসুন জেনে নেই এ সংস্করণে দুই দলের অতীত পরিসংখ্যান:


টি–টোয়েন্টিতে বাংলাদেশ–ভারত:

বাংলাদেশ জয়ী ভারত জয়ী
দেশে ০ ৩
ভারতে ০ ১
নিরপেক্ষ ভেন্যুতে ০ ৪

মোট ০ ৮


দলীয় সর্বোচ্চ :
বাংলাদেশ: ১৬৬/৮, কলম্বো, ২০১৮
ভারত: ১৮০/৫, নটিংহ্যাম, ২০০৯

দলীয় সর্বনিম্ন:
বাংলাদেশ: ১২১/৭, মিরপুর, ২০১৬
ভারত: ১৪৬/৭, বেঙ্গালুরু, ২০১৬

সবচেয়ে বেশি রান:

ভারত
৩৫৬, রোহিত শর্মা

বাংলাদেশ
২৩৬, সাব্বির রহমান

সর্বোচ্চ ইনিংস:

ভারত
৮৯, রোহিত শর্মা, কলম্বো, ২০১৮

বাংলাদেশ
৭৭, সাব্বির রহমান, কলম্বো, ২০১৮



বাংলাদেশ–ভারত টি–টোয়েন্টি লড়াইয়ে সর্বোচ্চ দুবার করে শূন্য রানে আউট হয়েছেন দুজন। বাংলাদেশের রুবেল হোসেন ও মাশরাফি বিন মুর্তজা। একবার করে শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের তিন রহমান—শামসুর, জিয়াউর ও মোস্তাফিজুর। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সুরেশ রায়নাই কোনো রান করে আউট হয়েছেন একবার।

১৫
সর্বোচ্চ ১৫টি ছক্কা ভারতের রোহিত শর্মার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯টি ছক্কা মেরেছেন সাব্বির রহমান। এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ছক্কাও রোহিতের। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি করা ছক্কা মেরেছেন বাংলাদেশের সাব্বির রহমান ও ভারতের যুবরাজ সিং।

সবচেয়ে বেশি উইকেট:

বাংলাদেশ
৭ রুবেল হোসেন
৭ আল–আমিন হোসেন

ভারত
৬ রবিচন্দ্রন অশ্বিন

সেরা বোলিং:
বাংলাদেশ
৩/৩৭, আল–আমিন হোসেন, মিরপুর, ২০১৬

ভারত
৪/২১, প্রজ্ঞান ওঝা, নটিংহ্যাম, ২০০৯


৭–১
বাংলাদেশ–ভারত টি–টোয়েন্টি লড়াইয়ে সর্বোচ্চ ৭টি ডিসমিসাল ভারতের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির। বাংলাদেশের মুশফিকুর রহিমের মাত্র একটি।


দুই দলের টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন বাংলাদেশের সৌম্য সরকার। ৫টি ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সুরেশ রায়না। এরপর বাংলাদেশের সাব্বির রহমান (৪টি)।