নাঈমের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: এএফপি
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: এএফপি

ম্যাচ হবে কি না এ নিয়ে বেশ শঙ্কা জেগেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা ছিল দিল্লির ধোঁয়াশার কারণে খেলা বাতিল হতে পারে। পূর্ব নির্ধারিত সময়েই খেলা হচ্ছে। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। আজ অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের।

রাতে শিশির পড়বে, এ কারণে প্রথমে ফিল্ডিং করতে চেয়েছেন দুই দলের অধিনায়কই। টসে মাহমুদউল্লাহ জিতে আর দ্বিধা করেননি, ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। তিন বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন আল আমিন হোসেন।

বাংলাদেশের মতো ভারত দলেও একজনের অভিষেক হয়েছে আজ। পেস বোলিং অলরাউন্ডার শিভাব দুবেও আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিভাব দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।