ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ছবি: বিসিবি
এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ছবি: বিসিবি


ম্যাচ শেষে দিল্লির টিম হোটেলে ফিরতে ফিরতে বেজে গেছে রাত প্রায় সাড়ে ১২টা। কাল মধ্য রাতে ফিরে আজ সকালেই বাংলাদেশ দলকে ধরতে হয়েছে রাজকোটের ফ্লাইট। বিমানবন্দরে রওনা দেওয়ার সময় খেলোয়াড়দের তাই ঘুম ঘুম ভাবটা কাটেনি। ঘুম ভাব কাটেনি, কাটেনি দুর্দান্ত জয়ের রেশটাও।

দিল্লি থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আজ দুপুরে বাংলাদেশ পা রেখেছে রাজকোট। এবার তাদের লক্ষ্য, ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জেতা। দলের তরুণ লেগ স্পিনার লেগ স্পিনার আমিনুল ইসলাম আশাবাদী, কঠিন এ কাজটা তাঁরা সফলভাবে করতে পারবেন।

গত সেপ্টেম্বরে অভিষেকে চমকে দিয়েছিলেন। কাল পাওয়ার প্লের পরের ওভারে এসেই আমিনুলের আরেক চমক। সপ্তম ওভারের তৃতীয় বলটি ভালো জায়গায় পড়ে টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। ব্যাটসম্যান কে এল রাহুল এতটা টার্ন আশা করেননি। তালগোল পাকিয়ে কাভারে মাহমুদউল্লাহর হাতে তুলে দেন সহজ ক্যাচ। শ্রেয়াস আয়ার উইকেটে এসে আমিনুলকে চার-ছক্কার চাপে ফেলার চেষ্টা করেন। কিন্তু ১১তম ওভারে ভয়ংকর আয়ারকেই বাউন্ডারি লাইনে মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন।

আমিনুল যখন অসাধারণ বোলিং করছিলেন, অরুণ জেটলির প্রেসবক্সে ভারতীয় সাংবাদিকেরা বারবার জানতে চাইছিলেন এ লেগ স্পিনারের আদ্যোপান্ত। গত সেপ্টেম্বরে অভিষেকেই ভালো করেছিলেন তরুণ ‘লেগি’। কিন্তু দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে ছিল বলে অনেকে হয়তো সেভাবে গুরুত্ব দেননি তাঁকে। কিন্তু কাল ভারতের বিপক্ষে ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে আমিনুল বুঝিয়েছেন, শক্তিশালী দলের বিপক্ষেও আলো ছড়াতে জানেন। আমিনুলের কাছে দুটি ম্যাচই সমান তাৎপর্যপূর্ণ, ‘অভিষেক ম্যাচ তো অভিষেক ম্যাচই! অভিষেক ম্যাচে ভালো করাটা খুব জরুরি ছিল। আর ভারত অনেক বড় দল। তাদের সঙ্গে ভালো করাটা ভীষণ আনন্দের।’

এই আনন্দ বেড়ে যাবে দ্বিগুণ, যদি বাংলাদেশ রাজকোটেই নিষ্পত্তি করে ফেলে টি-টোয়েন্টি সিরিজটা। কিন্তু সেটি কি সম্ভব? আমিনুল আশা দিচ্ছেন, ‘হ্যাঁ, আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। পরের ম্যাচটা ভালো খেলতে পারলে আশা করি সিরিজ জিতব।’

আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ভালো করেছেন, বাংলাদেশ ক্রিকেটে এমন উদাহরণ কম নয়। আমিনুল নিজের প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচে ভালো করেছেন। কিন্তু সামনে নিশ্চয়ই তাঁকে অনেক বিশ্লেষণ করে খেলতে নামবে ভারতীয় দল। ১৯ বছর বয়সী লেগ স্পিনার হিসেবে এই চ্যালেঞ্জ নিতে তৈরি, ‘ভালো দলের সঙ্গে খেলতে গেল সব সময়ই চ্যালেঞ্জ থাকে। আমাদের কোচ ডেনিয়েল ভেট্টোরি আছে। তাঁর সঙ্গে আলাপ করব, কীভাবে এগোনো যায়, আরও উন্নতি করা যায়।’

দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আমিনুলের লক্ষ্য ছিল একটাই—ব্যাটসম্যান বুঝে বোলিং করা। সেটিতে সফলও হয়েছেন। সেটির ধারাবাহিকতা ধরে রাখতে চান রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও।