চ্যাম্পিয়নস লিগ: মাঠের খেলার আগে জেনে নিন সংখ্যার খেলা

বার্সেলোনার অনুশীলনে মেসি-গ্রিজমান-সুয়ারেজরা। চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে কাতালান ক্লাবটি। ছবি: রয়টার্স
বার্সেলোনার অনুশীলনে মেসি-গ্রিজমান-সুয়ারেজরা। চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে কাতালান ক্লাবটি। ছবি: রয়টার্স
>চ্যাম্পিয়নস লিগে লড়াই মাঠে গড়াচ্ছে আজ রাতে। আসুন জেনে নেই মুখোমুখি হতে যাওয়া বড় দলগুলোর নানা তথ্য-উপাত্ত

আয়াক্স তো গত মৌসুম থেকেই আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করে চলেছে। চেলসির এই মৌসুমের ‘আয়াক্স’ হওয়ার জোর সম্ভাবনা। একই রকম তরুণ দল, চোখের জন্য আরামের আক্রমণাত্মক ফুটবল—চেলসি আর আয়াক্সে পার্থক্য যত, তার চেয়ে মিলই বেশি। লন্ডনে আজ দুই দলের ম্যাচে ফুটবল বিনোদনের হাতছানি। ধারে-ভারে প্রায় সমতায় থাকা দুই দলের ম্যাচ অবশ্য ডর্টমুন্ডে—বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে যাচ্ছে আন্তোনিও কন্তের অধীনে জেগে উঠতে থাকা ইন্টার মিলান। যদিও দুই দলের আগের ম্যাচটায় দুটি গোল হলেও দেখার আনন্দের বিচারে ম্যাড়মেড়ে ৯০ মিনিটেরই দেখা মিলেছে।

এই দুই ম্যাচের বাইরে বড় দলগুলোর মধ্যে আজ মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল ও নাপোলি। তিন দলেরই ম্যাচ নিজেদের মাঠে, বার্সার প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ, লিভারপুলের অতিথি গেঙ্ক আর নাপোলির মাঠে যাচ্ছে সালজবুর্গ।

চেলসি-আয়াক্স :
মুখোমুখি:

ম্যাচ: ১
চেলসি জয়ী: ১
আয়াক্স জয়ী: ০
ড্র: ০

চোট:
চেলসি: লফটাস-চিক, রুডিগার
আয়াক্স: নেই

গ্রুপে অবস্থান:
আমস্টারডামে দুই দলের আগের ম্যাচে আয়াক্সের মাঠে জিতে এসেছে চেলসি। ৩ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৬, আয়াক্স গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে। গ্রুপের পয়েন্ট তালিকায় তৃতীয় ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪।

সংখ্যায় সংখ্যায়:

উয়েফার টুর্নামেন্টে সর্বশেষ ১৮ ম্যাচে মাত্র ১ হার চেলসির।

লন্ডনের দলগুলোর বিপক্ষে সর্বশেষ ৩ ম্যাচে ২ হার আয়াক্সের, অন্যটিতে জিতেছে।

ডর্টমুন্ড-ইন্টার :

মুখোমুখি
ম্যাচ: ৫
ডর্টমুন্ড জয়ী: ১
ইন্টার জয়ী: ৩
ড্র: ১

চোট:
ডর্টমুন্ড: নেই
ইন্টার: অ্যালেক্সিস সানচেজ

গ্রুপে অবস্থান:
মিলানে আগের ম্যাচে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ জমিয়ে দিয়েছে ইন্টার মিলান। ৩ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৪, গোল ব্যবধানে এগিয়ে গ্রুপে দ্বিতীয় ডর্টমুন্ড, ইন্টার তিনে। ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে।

সংখ্যায় সংখ্যায়:

উয়েফার টুর্নামেন্টে নিজেদের মাঠে সর্বশেষ তিন ম্যাচে গোল পায়নি ডর্টমুন্ড।

ইউরোপে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১৩ ম্যাচে ইন্টারের জয় মাত্র দুটি (ড্র ৪, হার ৭), হার সাতটি সর্বশেষ দশ ম্যাচে।

বার্সেলোনা-স্লাভিয়া প্রাগ :

মুখোমুখি
ম্যাচ: ১
বার্সা জয়ী: ১
স্লাভিয়া জয়ী: ০
ড্র: ০

চোট:
বার্সা: লুইস সুয়ারেজ
স্লাভিয়া: দাভিদ হোভোরকা

গ্রুপে অবস্থান:
প্রাগে সর্বশেষ ম্যাচে স্লাভিয়ার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা বার্সেলোনা ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে। স্লাভিয়া ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে। তবে আজ জিতলেও শেষ ষোলো নিশ্চিত হবে না বার্সার।

সংখ্যায় সংখ্যায়:

স্পেনে সর্বশেষ তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছে স্লাভিয়া প্রাগ
৩৩
উয়েফার টুর্নামেন্টে নিজেদের মাঠে সর্বশেষ ৩৩ ম্যাচে অপরাজিত বার্সা (জয় ৩০, ড্র ৩)