দ্বিতীয়বার বাবা হলেন আল আমিন

আনন্দটা এভাবেই সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন আল-আমিন। ছবি: আল-আমিনের ফেসবুক
আনন্দটা এভাবেই সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন আল-আমিন। ছবি: আল-আমিনের ফেসবুক

ভারত সফরে আসার আগের দিন বেশ উদ্বেগভরা কণ্ঠে আল আমিন বলছিলেন, ‘ওকে এভাবে রেখে যাচ্ছি, উপরওলা জানে কী হবে!’ এই ‘ও’টা হচ্ছেন তাঁর স্ত্রী। তিন বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন। ফেরাটাই যেখানে তাঁর কাছে চরম আরাধ্য ছিল, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে আল আমিন কীভাবে ছুটি চাইবেন বিসিবির কাছে!

মনকে শক্ত করে আল আমিন এসেছেন ভারত সফরে। আজ নাগপুর থেকে ইন্দোরের ফ্লাইটে যখন উঠবেন, তখন জানলেন স্ত্রীকে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। কী এক দুশ্চিন্তা নিয়ে সময় কেটেছে তাঁর বিমানে। ইন্দোর বিমানবন্দরে নেমে জানলেন, দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা হয়েছেন। দুশ্চিন্তা তখন রূপান্তরিত হয়েছে অনির্বচনীয় এক সুখের অনুভূতিতে। ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ পেসার। আল আমিনের বড় ছেলের বয়স চার।

এবার ভারত সিরিজ ছিল তাঁর কাছে প্রত্যাবর্তনের সিরিজ। ফেরার সিরিজটা খারাপ কাটেনি তাঁর। উইকেট মাত্র ২টি পেলেও বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁর ইকোনমিই (৬.৭৫) সবচেয়ে ভালো ছিল। কাল সিরিজ নির্ধারণী ম্যাচে তাঁর বোলিংটা হয়েছে অসাধারণ, ৪ ওভারে ২২ রানে পেয়েছেন ১ উইকেট।

প্রত্যাবর্তন ভালো হয়েছে, ব্যক্তিগত জীবনেও পেলেন আরেক সুখবর—সময়টা বেশ ভালো যাচ্ছে আল আমিনের।