বাংলাদেশ পুলিশে ব্রাজিলের কাকার সাবেক সতীর্থ

অরল্যান্ড সিটিতে খেলার সময় সিডনি রিভেরা (সবার ডানে।) রিভেরার ফেসবুক থেকে নেওয়া
অরল্যান্ড সিটিতে খেলার সময় সিডনি রিভেরা (সবার ডানে।) রিভেরার ফেসবুক থেকে নেওয়া
এবার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলবে বাংলাদেশ পুলিশ এফসি। বিদেশি ফুটবলার হিসেবে পুয়ের্তো রিকোর অধিনায়ক সিডনি রিভেরাকে দলে নিয়েছে তারা।


ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আবার ফিরে এসেছে বাংলাদেশ পুলিশ। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। আর দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নাম লিখিয়েই চেষ্টা করছে ভালো একটি দল গঠন করার। সে লক্ষ্যে দল বদল শুরু হওয়ার আগেই সাইপ্রাসের ফুটবল কোচ নিকোলা ভিটরোবিচের সঙ্গে চুক্তি করে দলকে নামিয়ে দিয়েছে অনুশীলনে।

ভালো করার চেষ্টা সেখানেই থামেনি। দেশি খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে ভালো বিদেশি ফুটবলারও নিচ্ছে তারা। ইতিমধ্যে পুয়ের্তো রিকোর অধিনায়ক সিডনি রিভেরার সঙ্গে চুক্তি হয়েছে তাদের। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকার সাবেক সতীর্থ।

১৫ দিন আগে ঢাকায় এসে পুলিশ ক্লাবে খেলার জন্য ট্রায়াল দেন রিভেরা। তাঁর খেলা দেখে পছন্দ হওয়ার পর চুক্তিও করেছে ক্লাবটি। তবে পুয়ের্তো রিকো জাতীয় দলে ডাক পাওয়ায় আপাতত দেশে ফিরে গেছেন রিভেরা। চার বছর আগে রিভেরা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল অরল্যান্ডো সিটিতে খেলেছিলেন ব্রাজিলের কাকার সঙ্গে। রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের হয়ে মাঠ দাপিয়ে বেড়ানো এই ব্যালন ডি’অর জয়ী ক্যারিয়ারের শেষভাগে এমএলএসে কাটিয়েছেন। রিভেরা পুলিশ দলে যোগ দেওয়ার আগে সর্বশেষ খেলেছেন সকার লিগের ফিলাডেলফিয়া ফিউরিতে। রিভেরাকে দলে নিতে পেরে খুশি পুলিশের কোচ নিকোলা।

রিভেরাকে ছাড়া আরও তিনজন বিদেশি নিশ্চিত করেছে পুলিশ। দুজন কিরগিজস্তানের ও একজন বুলগেরিয়ান। এদের মধ্যে ৩০ বছর বয়সী ডিফেন্ডার আর্তুর মুলাজানভের কিরগিজস্তান জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। অন্য কিরগিজ ২১ বছর বয়সী আয়দার মামবেতালিভ খেলে থাকেন মাঝমাঠে। ২৮ বছর বয়সী বুলগেরিয়া অ্যান্তোনিও লাসকোভ খেলেন রক্ষণভাগে।