চট্টগ্রামের হয়ে মাতাবেন গেইল

ক্রিস গেইল। ফাইল ছবি
ক্রিস গেইল। ফাইল ছবি
>এবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল


বিদেশি খেলোয়াড়দের ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন ক্রিস গেইল। এ কোটায় লটারিতে সুযোগ পেয়ে আর দেরি করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কাল নিলামে সবার আগেই ক্রিস গেইলকে দলে টেনেছে বিপিএলের দলটি। এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তি মূল্য ১ লাখ ডলার।

গেইলকে দলে টানার খবর টুইটারে নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের টুইট, ‘দ্য প্রিডেটর ক্রিস গেইল ইজ অ্য চ্যালেঞ্জ।’ বিদেশি ক্রিকেটারদের মধ্যে গেইল ছাড়াও কেসরিক উইলিয়ামসকে দলে টেনেছে চট্টগ্রাম।বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ বলা হয় গেইলকে। এ সংস্করণে বরাবরই দাপট ছড়িয়ে থাকেন তিনি।

বিপিএলে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ রান গেইলের। সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরিও তাঁর, যেখানে অন্য কোনো ক্রিকেটারের এক সেঞ্চুরির বেশি নেই। এক ইনিংসে সর্বোচ্চ ১৮ ছক্কাও ক্যারিবীয় এ ওপেনারের। এ টুর্নামেন্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে প্রথম ছয়টি নামও গেইলের। সর্বোচ্চসংখ্যক ছক্কাও মেরেছেন গেইল। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের নতুন সংস্করণ।