ইডেনের ঘণ্টা বাজালেন শেখ হাসিনা ও মমতা

ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ২২ নভেম্বর। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ২২ নভেম্বর। ছবি: এএফপি

ঢং ঢং ঢং। ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘণ্টা বাজার পরই বল মাঠে গড়ায়। টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

ঘণ্টা বাজিয়ে এই টেস্ট ম্যাচের উদ্বোধনের আগে ইডেন গার্ডেনসের মাঠে নামেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন দুই দলের সাবেক খেলোয়াড়েরা। ছিলেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি

মাঠে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একে একে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে মুশফিকুর রহিমের সঙ্গে হাত মিলিয়ে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি মুশফিকুর রহিমের মাথায় হাতও বুলিয়ে দেন।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ।

গোলাপি বলের এই টেস্ট ঘিরে নানা আয়োজন নেওয়া হয়।

ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসে বাংলাদেশ ও ভারতের সাবেক ক্রিকেটাররা আসেন। ছবি: এএফপি
ইডেন গার্ডেনসে বাংলাদেশ ও ভারতের সাবেক ক্রিকেটাররা আসেন। ছবি: এএফপি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে শচীন টেন্ডুলকার। ছবি: এএফপি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে শচীন টেন্ডুলকার। ছবি: এএফপি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এএফপি