কম সুযোগ-সুবিধা, ব্রোঞ্জেই খুশি আল আমিন

ব্রোঞ্জ জয়ের পর আল আমিন। ছবি: প্রথম আলো
ব্রোঞ্জ জয়ের পর আল আমিন। ছবি: প্রথম আলো

গতকাল সারা দিন তিনটি সোনার পদক উপহার দিয়েছিল বাংলাদেশের অ্যাথলেটরা। কিন্তু আজ সকাল থেকেই ভেন্যুতে ভেন্যুতে হতাশা। তবে দশরথ স্টেডিয়ামে দিনের প্রথম পদক এসেছে অ্যাথলেটিকসে। লং জাম্পে বাংলাদেশের আল আমিন পেয়েছেন ব্রোঞ্জ। তিনি লাফিয়েছেন ৭. ৬০ মিটার। আর এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের লোকেশ সাথিয়ানা। তিনি লাফিয়েছেন ৭.৮৭ মিটার। আর রুপাও গেছে ভারতে। রুপাজয়ী স্বামীনাথান রব লাফিয়েছেন ৭.৭৭ মিটার।

>

লং জাম্পে ব্রোঞ্জ জিতেছেন আল আমিন। তিনি চান উন্নত প্রশিক্ষণ। কম সুযোগ–সুবিধার মধ্যে নিজেকে গড়তে বাধ্য হয়ে ব্রোঞ্জই তাঁর কাছে অনেক বড় মনে হচ্ছে।

এর আগে ২০১০ এসএ গেমসে ঢাকায় ব্রোঞ্জ জিতেছিলেন আল আমিন। কিন্তু ২০১৬–তে গুয়াহাটি–শিলং এসএ গেমসে তিনি চতুর্থ হয়েছিলেন। আবারও ব্রোঞ্জ জিতে উচ্ছ্বসিত আল আমিন, ‘আমি অল্প সুযোগ সুবিধার মধ্যেও যে ব্রোঞ্জ জিতেছি এতেই খুশি। আমার চেয়েও অনেক ভালো অ্যাথলেট শ্রীলঙ্কা, পাকিস্তানের। ওরা বিদেশি কোচের অধীনে অনুশীলন করে। কিন্তু তাদের পেছনে ফেলতে পেরে খুশি। বিদেশে উচ্চতর ট্রেনিং পেলে আশা করি এসএ গেমসে সোনা উপহার দিতে পারব।’