সোনালি সুখবর এনে দিলেন মাবিয়া

সোনা জয়ের পর মাবিয়া আক্তার। ছবি: প্রথম আলো
সোনা জয়ের পর মাবিয়া আক্তার। ছবি: প্রথম আলো
>এসএ গেমসে আজ ভারোত্তলনে সোনা জিতেছেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার

নেপালে এসএ গেমসে চারটি সোনা জিতে যেন থমকে গিয়েছিল বাংলাদেশ। এই চারটি সোনার পদকই এসেছিল কাঠমান্ডু থেকে। অবশেষে পোখারা থেকে এল সোনালি সুসংবাদ। ভারোত্তলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া আক্তার জিতেছেন সোনার পদক। এ ইভেন্টে শ্রীলঙ্কার সি বি প্রিয়ন্তিকে হারিয়েছেন মাবিয়া।

শুরুতে অবশ্য স্ন্যাচে পিছিয়ে পড়েছিলেন। মাবিয়া স্ন্যাচে তোলেন ৮০ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে সেটা পুষিয়ে দেন। তোলেন এবার ১০৫ কেজি। সব মিলিয়ে ১৮৫ কেজি তুলে এসএ গেমসে টানা দ্বিতীয় সোনা জিতলেন মাবিয়া। এই ইভেন্টে প্রিয়ন্তি স্ন্যাচে ৮১ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। সব মিলিয়ে তিনি তোলেন ১৮২ কেজি। আর এই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী নেপালের ভারোত্তোলক পুন তারা দেবী তোলেন ১৭২ কেজি।

সবশেষ ২০১৬ গুয়াহাটি গেমসে মাবিয়া ৬৩ কেজিতে সোনা জেতেন। সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন নেপালের পোখারায়। সেবার সোনা জিতে জাতীয় সংগীতের সময় কান্নার মাবিয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল। এর আগে তায়কোয়োন্দো থেকে দিপু চাকমা, কারাতের হোমায়রা আক্তার, মারজান আক্তার ও আল আমিন এসএ গেমসে সোনা জেতেন নেপালে।
আরও পড়ুন : মাবিয়ার কান্না
এসএ গেমস থেকে সোনালি সুবাস আসছেই