কথা রাখলেন রোমান সানা, স্বপ্ন দেখাচ্ছেন আর্চাররা

দেশকে তিনটি সোনা এনে দিয়েছেন রোমান সান। ছবি: বদিউজ্জামান
দেশকে তিনটি সোনা এনে দিয়েছেন রোমান সান। ছবি: বদিউজ্জামান

এসএ গেমসে অনন্য এক অর্জন করেছে বাংলাদেশ। একটি খেলার সব কটি সোনাই নিয়ে চলে এসেছে এক দল। অবশ্য রোমান সানার মতো একজন যখন থাকেন একটি দলে, তখন তাঁর স্পর্শে এমন কিছু অসম্ভব কিছু নয়। বিশ্বমানের এই আর্চার এবারের এসএ গেমসে পেয়েছেন যোগ্য সঙ্গ। দ্বৈত ও মিশ্র দ্বৈতে আগেই সোনা জিতে পথ দেখিয়েছিলেন। তারই পূর্ণতা দিয়ে আজ ব্যক্তিগত রিকার্ভেও সোনা জিতেছেন দেশের আর্চারির সেরা মুখ।

আর্চারিতে রোমান সানার এখন পর্যন্ত যা অর্জন, তাতে এসএ গেমস হয়তো তেমন বড় কিছু নয়। ২০১৭ সালে বিশকেক আন্তর্জাতিক আর্চারিতে সোনা জিতেছেন। গত জুনে নেদারল্যান্ডসে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জয় করেছেন। যেকোনো খেলায় বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম পদক। সে অর্জনে ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন এই আর্চার। সেপ্টেম্বরেও করেছেন আরেকটি বড় অর্জন। ফিলিপাইনে এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টে রিকার্ভে পেয়েছেন সোনার পদক। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট-ফুটবল বা অন্য যেকোনো খেলাকে টপকে বাংলাদেশের সেরা সাফল্য এটি। তাঁর কাছ থেকে এসএ গেমসে সোনার পদক তো দেশ আশা করতেই পারে!

এসএ গেমসের আগে সোনা জয়ের আশা জানিয়ে দেশ ছেড়েছিলেন রোমান সানা ও তাঁর সতীর্থরা। সে প্রতিজ্ঞা তাঁরা রক্ষা করেছেন। অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন দেশকে। ১০টি ইভেন্টের সব কটিই এনে দিয়েছেন। গেমসে বাংলাদেশের জেতা সব সোনার পদকের অর্ধেকের বেশি এসেছে আর্চারি থেকে। আর্চারি ও রোমান সানাকে নিয়ে তাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্বপ্ন দেখতেই পারে।

এর আগে এমন আশা জাগানো অনেকেই অবশ্য এসএ গেমসে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। শুটিংয়ে কমনওয়েলথ পর্যায়ের সাফল্যের পরও এসএ গেমসে সাফল্য আসেনি এবার। সাঁতার বা অ্যাথলেটিকসেও তথৈবচ।। এর মধ্যে একমাত্র রোমান সানা ও ইতি খাতুনরাই দেশকে সোনার হাসিতে ভরিয়ে দিয়েছেন। তিনটি করে সোনা জিতেছেন দুজনই।