পাকিস্তানে গিয়ে বাংলাদেশকে 'বিপাকে' ফেলেছে শ্রীলঙ্কা

পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি
পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি

১০ বছর ৯ মাস ৯ দিন পর পাকিস্তানে ফিরেছে টেস্ট। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলছে শ্রীলঙ্কা। ১০ বছর আগে এ শ্রীলঙ্কার ওপরই সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে গিয়েছিল পাকিস্তান। ধীরে ধীরে টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার টেস্টও ফিরল দেশটিতে।

শ্রীলঙ্কা সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় অবশেষে পাকিস্তানের মুখে হাসি ফুটেছে। তবে লঙ্কানরা টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়ায় কিছুটা ‘বিপাকে’ পড়েছে বাংলাদেশ। জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। সিরিজের সূচিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আছে। এই সফরে বাংলাদেশ যাবে কি না, সেটি নিয়ে আছে সংশয়।

>

শ্রীলঙ্কা সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ১০ বছর পাকিস্তানে ফিরেছে টেস্ট। লঙ্কানরা টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়ায় কিছুটা ‘বিপাকে’ পড়েছে বাংলাদেশ।

পাকিস্তান সফরের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বিসিবির কয়েকজন শীর্ষ কর্তা এমনকি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এতটুকু নিশ্চিত হওয়া গেছে, পূর্ণাঙ্গ সফরে পাকিস্তানে যেতে বাংলাদেশ খুব একটা আগ্রহী নয়। তবে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার চলমান টেস্ট সিরিজ বিসিবিকে একটু চাপে ফেলে দিয়েছে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন শ্রীলঙ্কার উদাহরণ সামনে নিয়ে আসবে। সফর করতে না চাইলে বলবে, ‘শ্রীলঙ্কা এসেছে, বাংলাদেশ কেন নয়?’

যেহেতু আইসিসি ম্যাচ রেফারি-আম্পায়ার পাঠাবে, পাকিস্তান সফর নিয়ে বিসিবি তাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণটাও জানতে চাইছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বলছিলেন, ‘পাকিস্তান সফরে নিয়ে আইসিসির মূল্যায়নের ব্যাপার আছে। এরপর আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব।’

বিসিবি এরই মধ্যে সরকারের মৌখিক নির্দেশনা পেয়ে গেছে। যতক্ষণ না লিখিত নির্দেশনা পাচ্ছে ততক্ষণ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সফর নিয়ে তারা কিছু বলতে পারছে না। পূর্ণাঙ্গ সফরে পাকিস্তানে যাবে কি যাবে না কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে—যেটিই হোক আগামী সপ্তাহে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বিসিবি।