চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর সূচি যেমন হতে পারে

এই ট্রফির জন্যই এত লড়াই। ছবি : এএফপি
এই ট্রফির জন্যই এত লড়াই। ছবি : এএফপি

নিশ্চিত হয়ে গেছে এবারের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড কিংবা শেষ ষোলোয় ওঠা ষোলোটি দলের নাম। কিন্তু এই ষোলো দলের মধ্যে কে কার মুখোমুখি হবে? দলগুলোর সম্ভাব্য প্রতিপক্ষের নাম আসুন জেনে নেওয়া যাক

গত রাতে শেষ হয়ে গিয়েছে এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বে শেষ রাউন্ডের ম্যাচগুলো। আর ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে কোন ষোলোটি দল উঠছে পরের রাউন্ডে। সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিঁওনে উয়েফার প্রধান দপ্তরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ড্র। চ্যাম্পিয়নস লিগের ড্র শেষ হওয়ার পর সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ইউরোপা লিগ দ্বিতীয় রাউন্ডের ড্র। উয়েফার অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখানো হবে দুটি অনুষ্ঠান।

চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৬ দলকে ভাগ করা হয়েছে দুই বিভাগে—‘বাছাই’ ও ‘অবাছাই’ বিভাগ। নিজেদের গ্রুপে যে দলগুলো শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা ‘বাছাই’ দল। আর যারা গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে, তারা ‘অবাছাই’ দল।

‘বাছাই’ দলগুলোর মধ্যে রয়েছে—পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, লিভারপুল, বার্সেলোনা, আরবি লাইপজিগ, ভ্যালেন্সিয়া
‘অবাছাই’ দলগুলোর মধ্যে রয়েছে—রিয়াল মাদ্রিদ, টটেনহাম হটস্পার, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিওঁ, চেলসি

দ্বিতীয় রাউন্ডে বাছাই দলগুলো খেলবে অবাছাই দলগুলোর বিপক্ষে। অনুষ্ঠানে দুটি পাত্র রাখা হবে, এক পাত্রে থাকবে বাছাই দলগুলোর নাম সংবলিত আটটি বল, আরেক পাত্রে একই ভাবে অবাছাই পাত্রের নাম সংবলিত আটটি বল থাকবে। বাছাই পাত্র থেকে একটি বল, অবাছাই পাত্র থেকে একটি বল নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো নির্ধারণ করা হবে।

তবে এ ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, প্রথম রাউন্ডে কোনো দুটি দল একই গ্রুপে থাকলে সে দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারবে না। মুখোমুখি হতে পারবে না একই লিগের দুটি দলও। অর্থাৎ পিএসজি ও রিয়াল মাদ্রিদ প্রথম রাউন্ডে একই গ্রুপে ছিল বলে তারা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারবে না, ড্রয়ে নাম উঠলেও। আবার একই লিগের ক্লাব বলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বা ভ্যালেন্সিয়ার সঙ্গে, কিংবা পিএসজি লিওঁর সঙ্গে মুখোমুখি হতে পারবে না দ্বিতীয় রাউন্ডে। এ বিষয়গুলো মাথায় রেখে দেখা যাক, দ্বিতীয় রাউন্ডে দলগুলো সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কাদের পেতে পারে:

পিএসজির সম্ভাব্য প্রতিপক্ষ : টটেনহাম হটস্পার, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি

বায়ার্ন মিউনিখের সম্ভাব্য প্রতিপক্ষ : রিয়াল মাদ্রিদ, আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি, অলিম্পিক লিওঁ, চেলসি

ম্যানচেস্টার সিটির সম্ভাব্য প্রতিপক্ষ : রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিওঁ

জুভেন্টাসের সম্ভাব্য প্রতিপক্ষ : রিয়াল মাদ্রিদ, টটেনহাম হটস্পার, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিওঁ, চেলসি

লিভারপুলের সম্ভাব্য প্রতিপক্ষ : রিয়াল মাদ্রিদ, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিওঁ

বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ : টটেনহাম হটস্পার, আটালান্টা, নাপোলি, অলিম্পিক লিওঁ, চেলসি

আরবি লাইপজিগের সম্ভাব্য প্রতিপক্ষ : রিয়াল মাদ্রিদ, টটেনহাম হটস্পার, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি, চেলসি

ভ্যালেন্সিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ : টটেনহাম হটস্পার, আটালান্টা, নাপোলি, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিওঁ, চেলসি

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ : বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, লিভারপুল, আরবি লাইপজিগ

টটেনহাম হটস্পারের সম্ভাব্য প্রতিপক্ষ : পিএসজি, জুভেন্টাস, বার্সেলোনা, আরবি লাইপজিগ, ভ্যালেন্সিয়া

আটালান্টার সম্ভাব্য প্রতিপক্ষ : পিএসজি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, বার্সেলোনা, আরবি লাইপজিগ, ভ্যালেন্সিয়া

অ্যাটলেটিকো মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ : পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আরবি লাইপজিগ

নাপোলির সম্ভাব্য প্রতিপক্ষ : পিএসজি, বায়ার্ন, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, আরবি লাইপজিগ, ভ্যালেন্সিয়া

বরুসিয়া ডর্টমুন্ডের সম্ভাব্য প্রতিপক্ষ : পিএসজি, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, লিভারপুল, ভ্যালেন্সিয়া

অলিম্পিক লিওঁর সম্ভাব্য প্রতিপক্ষ : বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, লিভারপুল, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া

চেলসির সম্ভাব্য প্রতিপক্ষ : পিএসজি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, বার্সেলোনা, আরবি লাইপজিগ