এবার করাত দিয়ে কাটা হলো 'ইব্রা'র পা

ইব্রার মূর্তিতে করাত চালিয়ে পা কাটার চেষ্টা করা হয়। ছবি: বিবিসি স্পোর্টস টুইটার পেজ
ইব্রার মূর্তিতে করাত চালিয়ে পা কাটার চেষ্টা করা হয়। ছবি: বিবিসি স্পোর্টস টুইটার পেজ
>সুইডিশ ক্লাব মালমোর বাইরে জ্লাতান ইব্রাহিমোভিচের মূর্তি আবারও ভাঙচোরের চেষ্টা। এবার করাত দিয়ে মূর্তিটির পা কাটার চেষ্টা করা হয়েছে।

‘দুষ্কৃতকারী’রা আবারও হামলা চালিয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের মূর্তিতে। এবার করাত দিয়ে তাঁর মূর্তির পা এবং পায়ের পাতা কেটেছে তারা। সুইডেনে মালমো স্টেডিয়ামের বাইরে ইব্রাহিমোভিচের এ মূর্তি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। মূর্তিটি ভেঙে পড়তে পারে, এ চিন্তা থেকেই বেড়াটি দেওয়া হয়েছে। মালমোর বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা ইব্রা ১৯৯৯ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষিক্ত হয়ে পেশাদার ফুটবলের জগতে পা রাখেন।

ইব্রাহিমোভিচের মূর্তিতে এটাই প্রথম হামলা নয়। গত মাসে মালমোর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যামারবির ২৫ শতাংশ শেয়ার কেনেন ৩৮ বছর বয়সী স্ট্রাইকার। সেদিনই মালমো ক্লাবের সামনে ইব্রার ৩.৫ মিটার উচ্চতার ব্রোঞ্জের মূর্তিটি পুড়িয়ে দেন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। তখন সংবাদমাধ্যমে এসেছিল সুইডেনে ইতিহাসে সেরা স্ট্রাইকারের ওপর ক্ষুব্ধ হয়েই মালমোর সমর্থকেরা কাজটি করেছেন। শুধু পোড়ানোই নয়, মূর্তিতে স্প্রে করার পাশাপাশি হাতে একটি টয়লেট সিটও ধরিয়ে দেওয়া হয়েছিল। হামলা চালানো হয়েছিল স্টকহোমে ইব্রার বাড়িতেও। মূর্তিতে করাত চালানোর সবশেষ ঘটনাটি ঘটেছে কাল সকালে।

গত মাসে ইব্রার মূর্তি হামলার শিকার হওয়ার পর। ছবি: এএফপি
গত মাসে ইব্রার মূর্তি হামলার শিকার হওয়ার পর। ছবি: এএফপি

মালমো পুলিশের মুখপাত্র ইভা-গুন ওয়েস্টফোর্ড বিবিসিকে জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, ‘কেউ (মূর্তিটির) পায়ে করাত চালানোর চেষ্টা করেছে। এখন এটা পড়ে যাওয়ার ঝুঁকি থাকায় বেড়া দিয়ে ঘেরাও করা হয়েছে।’ মূর্তিটির ভাস্কর পিটার লিন্ডে হামলা থামাতে অনুরোধ করেছেন, ‘মানুষ এমন আচরণ করছে যেন যুদ্ধ লেগেছে। এটা যুদ্ধ নয় ফুটবল। কেউ জ্লাতানকে স্বাধীন মনে না করলে তা অবশ্যই পাগলামি।’

প্রশ্ন উঠতে পারে, নিজেদের সবচেয়ে বড় কিংবদন্তির ওপর মালমো সমর্থকেরা কেন ক্ষুব্ধ? আসলে ক্লাব জীবনে ইব্রা যে কেমন যাযাবর, সেটা সকলেরই জানা। ইন্টার মিলান থেকে শুরু করে এসি মিলান, জুভেন্টাস, আয়াক্স, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি — কোনো ক্লাবের সঙ্গেই যেন ঠিক ‘বিশ্বস্ত’ থাকতে পারেন না ইব্রা। নিজের দেশের ক্লাব, নিজের প্রথম ক্লাব মালমোর সঙ্গেই বা বিশ্বস্ত থাকেন কী করে? তাই যে ক্লাব তাঁকে এত বড় সম্মান দিয়ে মাঠের বাইরে তার নামে ব্রোঞ্জমূর্তি স্থাপন করল, এক মাসের মধ্যে সে ক্লাবেরই প্রতিদ্বন্দ্বী আরেক ক্লাবের মালিকানার অংশবিশেষ কিনে ফেললেন তিনি!