ভনের 'কেবলই ভারত' টুইট নিয়ে সমালোচনার ঝড়

ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন ভন। ছবি : এএফপি
ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন ভন। ছবি : এএফপি

পার্থে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথম টেস্টে এর মধ্যে চালকের আসনে বসেছে অস্ট্রেলিয়া, জেতার জন্য নিউজিল্যান্ডের সামনে ৪৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার জয়টাকে এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। তা দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য শুধু ভারতের আছে, আর কারওরই নেই। তাঁর এই মন্তব্য পছন্দ হয়নি সাবেক অস্ট্রেলীয় ওপেনার মার্ক ওয়াহ ও নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালামের।

নিউজিল্যান্ডের দুরবস্থা দেখে ভন টুইট করেছিলেন, ‘অস্ট্রেলিয়ার পরিবেশে অস্ট্রেলিয়ার এই শক্তিশালী দলের বিরুদ্ধে শুধু একটা দলই যোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে। আর সে দলের নাম হলো ভারত। অন্য কোনো দলের কাছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর মতো রসদ আছে বলে মনে করি না।’

ভনের এই মতামত ভালোভাবে নিতে পারেননি মার্ক ওয়াহ ও ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালাম মনে করেন, পেসার ট্রেন্ট বোল্টের না থাকার কারণে বেশ ভুগছে নিউজিল্যান্ড। বোল্ট ফিরে এলে নিউজিল্যান্ডেরও শক্তি বাড়বে। মাংসপেশির চোটে পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টটা খেলতে পারছেন না বোল্ট। ভনের টুইটের জবাবে ম্যাককালাম লিখেছেন, ‘একটু আগে আগেই উপসংহারে পৌঁছে গেলে না তো ভন? বোল্ট দলে ফিরছে। ওর বিপক্ষে দিনরাতের টেস্টে গোলাপি বলে খেলার বিষয়টা বিশেষ সুখকর হবে না অস্ট্রেলিয়ার জন্য। তারা প্রথম টেস্ট জিততে পারে, কিন্তু আমার মনে হয় না তারা একচ্ছত্রভাবে সিরিজ জিতে যাবে। সময়ই বলে দেবে কী হয়।’

>

পার্থে সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। শেষ দুই দিনে জেতার জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ৪৬৮ রান। এই অবস্থায় ২১ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার এই আধিপত্য দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মনে হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য শুধু ভারতেরই আছে। তবে তাঁর এই বক্তব্যকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়

ভনের টুইটটা ভালোভাবে নিতে পারেননি খোদ অস্ট্রেলিয়ারই এক কিংবদন্তি, মার্ক ওয়াহ। অবশ্য তিনি পেস বোলার নয়, বরং একজন কার্যকরী স্পিনারের অভাব দেখছেন নিউজিল্যান্ড দলে, ‘সামনের দুই টেস্টে একজন ভালো স্পিনার না থাকার অভাব টের পাবে নিউজিল্যান্ড।' ইঙ্গিতটা স্পষ্ট, একজন ভালো স্পিনার থাকলে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই হারিয়ে দিতে পারত নিউজিল্যান্ড।’

তবে ভনের কথার পেছনেও যুক্তি আছে। বিরাট কোহলির দল কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের প্রথম টেস্ট সিরিজ জিতে এসেছে যে! এই বছর আট টেস্ট খেলে সাতটিতেই জিতেছে তারা।