কামিন্স-মরগান কলকাতায়, ম্যাক্সওয়েল পাঞ্জাবে

এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠেছে কামিন্সের। ছবি : এএফপি
এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠেছে কামিন্সের। ছবি : এএফপি
>কলকাতায় চলছে আইপিএলের নিলাম। নিলামের প্রথম ভাগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৫.৫ কোটি রুপি দিয়ে তাঁকে দলে টেনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ওদিকে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে গ্লেন ম্যাক্সওয়েলের। ১০.৭৫ কোটি রুপি দিয়ে তাঁকে নিয়েছে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএলের নিলামে দল পেয়েছেন বেশ কিছু হাই প্রোফাইল বিদেশি তারকা। এদের মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, এউইন মরগান, জেসন রয়, ক্রিস ওকস, ক্রিস লিন, অ্যারন ফিঞ্চ ও স্যাম কুরান। দল পাননি কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ভারতের ইউসুফ পাঠান, স্টুয়ার্ট বিনি, হনুমা বিহারি ও চেতেশ্বর পূজারা

এক নজরে দেখে নিন আপাতত কে কাকে নিল, ও কার দাম কত উঠল :

ক্রিস লিন (মুম্বাই ইন্ডিয়ানস)— ২ কোটি
এউইন মরগান ( কলকাতা নাইট রাইডার্স)— ৫.২৫ কোটি
রবিন উথাপ্পা (রাজস্থান রয়্যালস)— ৩ কোটি
হনুমা বিহারি— অবিক্রীত
চেতেশ্বর পূজারা— অবিক্রীত
জেসন রয় (দিল্লি ক্যাপিটালস)— ১.৫ কোটি
অ্যারন ফিঞ্চ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)— ৪.৪ কোটি
গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব)— ১০.৭৫ কোটি
ক্রিক ওকস (দিল্লি ক্যাপিটালস)— ১.৫ কোটি
ইউসুফ পাঠান— অবিক্রীত
কলিন ডি গ্র্যান্ডহোম— অবিক্রীত
প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স)— ১৫.৫ কোটি
স্যাম কুরান (চেন্নাই সুপার কিংস)—৫.৫ কোটি
ক্রিস মরিস (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)— ১০ কোটি
স্টুয়ার্ট বিনি —অবিক্রীত